Image description
 

মাত্র ২৮ বছর বয়সে চলে যেতে হয়েছে পর্তুগালের ফুটবলার দিওগো জোটাকে। স্পেনের জামোরা প্রদেশের গাড়ি দুর্ঘটনায় লিভারপুল তারকা জোটার সঙ্গে তার ভাই আন্দ্রে সিলভাও মারা গেছেন। মৃত্যুর মাত্র সপ্তাহ দুয়েক আগেই বিয়ে করেছিলেন জোটা। তিন সন্তানের জনক তিনি। চলতি মৌসুমেই লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ ও পর্তুগালের হয়ে জিতেছেন উয়েফা নেশনস লিগ। হঠাৎ করে মর্মান্তিক এই ঘটনায় স্তব্ধ হয়ে পড়েছে ফুটবলবিশ্ব। দর্শক-ভক্ত থেকে শুরু করে সাবেক-বর্তমান ফুটবলার; সবাই জানাচ্ছেন শোকবার্তা।

লিভারপুল কিংবদন্তি জেমি ক্যারাঘার ইনস্টাগ্রামে বলেছেন, ‘দিওগো জোটার দুঃখজনক সংবাদে একেবারেই মর্মাহত। তার স্ত্রী রুট এবং তাদের তিন সন্তানের জন্য সমবেদনা রইল।’

ম্যানচেস্টার ইউনাইটেড এবং ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিল একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, ‘দিওগো জোটা এবং তার ভাইয়ের জন্য এটি হৃদয়বিদারক খবর। তার পরিবারের প্রতি আমার সমস্ত ভালোবাসা এবং শুভকামনা।’

জোটার সাবেক ক্লাব পোর্তো তাদের শোকবার্তায় লিখেছে, ‘ফুটবল ক্লাব দো পোর্তো শোকাহত। আমরা শোক এবং গভীর দুঃখের সঙ্গে দিওগো জোটা এবং তার ভাই আন্দ্রে সিলভার পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। তাদের আত্মা শান্তি পাক।’

লিভারপুলের সাবেক স্ট্রাইকার স্ট্যান কলিমোর বলেছেন, ‘আমি নিশ্চিত যে দিওগো জোটার ২৮ বছর বয়সে মৃত্যু সংবাদে ফুটবল পরিবারের সবাই গভীর শোক, দুঃখ এবং অবিশ্বাসের অনুভূতিতে আছেন। সে (জোটা) নতুন বিবাহিতও। তার পরিবার, বন্ধুবান্ধব এবং লিভারপুল ফুটবল ক্লাবের সকলের প্রতি আমার গভীর সমবেদনা। মর্মান্তিক।’

আর্সেনাল-সমর্থক টিভি উপস্থাপক ও পরিচিত মুখ পিয়ার্স মরগান বলেছেন, ‘স্পেন থেকে অত্যন্ত দুঃখজনক খবর আসছে যে লিভারপুল এবং পর্তুগালের তারকা দিওগো জোটা (২৮) তার ভাইসহ জামোরায় একটি গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। মাত্র ২ সপ্তাহ আগে তার বিয়ে হয়েছিল। হৃদয় বিদারক।’

দলবদলের বাজারে পরিচিত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো পোস্ট করেছেন, ‘লিভারপুলের স্ট্রাইকার দিওগো জোটা এবং তার ভাই দুজনেই সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। গভীর সমবেদনা ও সমর্থন তার পরিবার এবং প্রিয়জনদের প্রতি। তার আত্মা শান্তিতে থাকুক।’

পর্তুগিজ ফুটবল ফেডারেশন এক আবেগঘন বিবৃতিতে জানিয়েছে, ‘আজ সকালে স্পেনে দিয়েগো জোটা এবং তার ভাই আন্দ্রে সিলভার মৃত্যুতে পর্তুগিজ ফুটবল ফেডারেশন এবং সমগ্র পর্তুগিজ ফুটবল সম্প্রদায় সম্পূর্ণরূপে বিধ্বস্ত। জাতীয় দলের হয়ে প্রায় ৫০টি ম্যাচ খেলা দিওগো জোটা একজন অসাধারণ খেলোয়াড় ছিলেন, যাকে তার সকল সতীর্থ এবং প্রতিপক্ষ শ্রদ্ধা করে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমাদের পক্ষ থেকে, পর্তুগিজ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে, দিওগো এবং আন্দ্রে সিলভার পরিবার ও বন্ধুদের প্রতি, লিভারপুল এবং পেনাফিয়েলের (আন্দ্রে সিলভার ক্লাব) প্রতি আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি। পর্তুগিজ ফুটবল ফেডারেশন ইতিমধ্যেই আগামী বৃহস্পতিবার নারী ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে স্পেনের বিরুদ্ধে আমাদের দলের ম্যাচের আগে উয়েফাকে এক মিনিট নীরবতা পালনের জন্য অনুরোধ করেছে। আমরা দুই চ্যাম্পিয়নকে হারিয়েছি। দিওগো এবং আন্দ্রে সিলভার মৃত্যু পর্তুগিজ ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি এবং আমরা প্রতিদিন তাদের ঐতিহ্যকে সম্মান জানাতে যথাসাধ্য চেষ্টা করব।’