Image description
 

বৈরি আবহাওয়ার কারণে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের বহনকারী বিমান। পরে বিমানটি কলকাতায় ফিরে গেছে।মঙ্গলবার বিকেল পাঁচটায় কলকাতা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল যুবাদের বহনকারী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট। 

জানা যায়, কলকাতা থেকে আসা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের বহনকারী ফ্লাইটটি ঢাকায় আসলে বৈরি আবহাওয়ার কারণে অবতরণ করেনি। ঢাকায় নামতে না পেরে পুনরায় কলকাতায় ফিরে গেছে বিমানটি। আবহাওয়ার উন্নতি হলে এবং নতুন সময় নির্ধারণ হলে বাফুফে পুনরায় অবহিত করবে।

এর আগে রবিবার (১৮ মে) বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ভারতের অরুণাচলে সাফ চ্যাম্পিয়নশিপে টাইব্রেকারে ভারতের বিপক্ষে হেরে রানার্স আপ হয়। সোমবার টুর্নামেন্টের ভেন্যু অরুণাচল থেকে বাংলাদেশ দল কলকাতা পৌঁছায়। আজ বিকেলে তাদের ঢাকায় পৌঁছানোর কথা ছিল।

বিডি-প্রতিদিন