
বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে এর আগে ডাক পেয়েছিলেন ফাহামিদুল ইসলাম। তবে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প থেকেই ফেরত দেওয়া হয়েছিল ইতালি প্রবাসী এ ফুটবলারকে। এ নিয়ে জল কম ঘোলা হয়নি দেশের ফুটবল অঙ্গনে। তবে সেসব পেছনে ফেলে ফের জাতীয় দলের ক্যাম্পে ডাক পেলেন এ ফরোয়ার্ড। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গতকাল শুক্রবার ফাহামিদুলের ক্লাব ওলবিয়া কালসিওকে চিঠি দিয়েছিল। ইতালির চতুর্থ বিভাগের ক্লাবটি ঘণ্টা খানেকের মধ্যেই ফাহামিদুলের ছুটি মঞ্জুর করে বাফুফের চিঠির উত্তর দিয়েছে।
বাফুফের জাতীয় দল কমিটির সদস্যরা গত এপ্রিলের সভায় ফাহামিদুলকে ঢাকার মাঠে ফের পরখ করে দেখার আর্জি জানায় কোচ হাভিয়ের কাবরেরার কাছে। সেই সভায় ফাহামিদুলকে চূড়ান্ত দলে না রাখার পক্ষে যুক্তিও তুলে ধরেন কাবরেরা। তবে কোচ ফাহামিদুলকে ফের বাংলাদেশ দলের ক্যাম্পে ডেকেছেন।
আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে। তার আগে ৪ জুন দেশের ছেলেরা লড়াই করবে একটি প্রীতি ম্যাচে। এশিয়ান কাপ বাছাইয়ের জন্য ক্যাম্প শুরু হবে ৩১ মে। বাফুফে ক্যাম্পের শুরু থেকেই ফাহামিদুলকে চাচ্ছে। জাতীয় দলের স্প্যানিশ কোচ কাবরেরা গত ম্যাচে ফাহামিদুলকে না নিয়ে বিতর্কের সৃষ্টি করেছিলেন। এবার বাফুফে কর্তা-ব্যক্তিরা ঢাকার মাঠে নিজেদের চোখে ফাহামিদুলের অনুশীলন দেখতে চান।