
ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আসন্ন পাকিস্তান সফর। চলতি মাসের শেষ দিকে পাঁচ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান যাওয়ার কথা রয়েছে টাইগারদের। কিন্তু বৃহস্পতিবার (৮ মে) পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় ভারতীয় ড্রোন হামলার পর সফরটি ঘিরে বড় ধরনের শঙ্কা দেখা দিয়েছে।
এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেন, এই মাসের শেষের দিকেই আমাদের পাকিস্তানে গিয়ে খেলার কথা। আমরা এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। তবে অবস্থা যেদিকে যাচ্ছে, মনে হচ্ছে এই সফরের ভবিষ্যৎ অনিশ্চিত।
তিনি আরও বলেন, পাকিস্তান সুপার লিগও (পিএসএল) এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এ অবস্থায় আমাদের যাওয়ার সম্ভাবনা দিনকে দিন কমছে—এটা বলাই যায়।
বোর্ড সূত্র জানিয়েছে, বিসিবি আগামী দুই দিন পাকিস্তানের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। এরপর শনিবার বোর্ড পরিচালনা পর্ষদের বৈঠকে সফর প্রসঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে বর্তমানে পাকিস্তানে পিএসএল খেলতে থাকা বাংলাদেশ দলের দুই তরুণ তারকা ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা ড্রোন হামলার পর আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা দ্রুত দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে দেখা করে দেশে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন রিশাদ-রানাসহ আরও কয়েকজন বিদেশি ক্রিকেটার। বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, রিশাদ ও নাহিদ উভয়ই নিরাপদে আছেন। তবে ড্রোন হামলার পর তারা মানসিকভাবে খুবই উদ্বিগ্ন এবং যত দ্রুত সম্ভব দেশে ফিরতে চাইছেন।