
নারী বিশ্বকাপের বাছাইপর্বে দুর্দান্ত পারফর্ম করেও আইসিসির হালনাগাদ র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাটারদের তালিকায় তিনি দুই ধাপ পিছিয়ে এখন ২১ নম্বরে নেমে এসেছেন। তার রেটিং পয়েন্ট ৫৬৪।
বাছাইপর্বে ভালো খেলার পর বাংলাদেশ দলের আর কোনো ম্যাচ না থাকায় র্যাঙ্কিংয়ে এমন অবনতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এক ধাপ পিছিয়েছেন আরেক ব্যাটার শারমিন আক্তার সুপ্তাও। বর্তমানে তিনি ২২ নম্বরে অবস্থান করছেন।
তবে সুখবর রয়েছে বোলারদের র্যাঙ্কিংয়ে। লেগ স্পিনার রাবেয়া খান উন্নতি করে উঠেছেন ২১ নম্বরে। সেরা দশে জায়গা ধরে রেখেছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। ৬১৮ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন ১০ নম্বরে।
এদিকে, দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট ৭৭৩ পয়েন্ট নিয়ে ব্যাটারদের শীর্ষে রয়েছেন। ইংল্যান্ডের ন্যাট সিভার ব্রান্ট এক ধাপ এগিয়ে উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। তার জায়গায় তৃতীয় স্থানে নেমে গেছেন ভারতের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা।