Image description

আন্তর্জাতিক ক্রিকেটে টানা ৬ বলে ৬ ছক্কার ঘটনা বেশ কয়েকবার-ই দেখা গেছে। তবে অবিশ্বাস্য হলেও সত্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগের ১৭ মৌসুমে এমন ঘটনা একবারও দেখা যায়নি। অবশেষে টুর্নামেন্টের ১৮তম সংস্করণে এসে প্রথম এই কাজটি করে দেখালেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ।

রোববার (৪ মে) ইডেমন গার্ডেনসে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে টানা ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়েছেন এই ব্যাটার। তবে এই কীর্তি এক ওভারে নয়, দুই ওভার মিলিয়ে করে দেখিয়েছেন তিনি।

এদিন চারে নেমে ৮ ছক্কা ও ৬ চারে ৪৫ বলে ৯৫ রান করেন পারাগ। এই ইনিংস খেলার পথে ১৩তম ওভারে মঈন আলির প্রথম বলে সিঙ্গেল নিয়ে পারাগকে স্ট্রাইক দেন শিমরন হেটমায়ার। পরের ৫ বলে ৫টি ছক্কা মারেন এই ব্যাটার।

মঈনের ওভারের পর বোলিংয়ে আসেন বরুণ চক্রবর্তী। আবার প্রথম বলে সিঙ্গেল নিয়ে পরাগকে স্ট্রাইক দেন হেটমায়ার। এই ওভারেও নিজের খেলা প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়েন পরাগ।

শেষ পর্যন্ত ৪৫ বলে ৯৫ রান করেন পরাগ। তবে তার এমন এক ক্যাপ্টেন’স নক-এর পরও কলকাতার বিপক্ষে ম্যাচটি হেরে গেছে রাজস্থান। স্বাগতিকদের দেওয়া ২০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ২০৫ রানে থেমেছে উত্তর ভারতের দলটি।