
আইপিএল থেকে কেন চলে গিয়েছিলেন কাগিসো রাবাদা, অবশেষে জানা গেল তা। রাবাদা আজ নিজেই জানালেন রিক্রিয়েশনাল ড্রাগ বা নেশা করার জন্য মাদক নিয়ে সাময়িক নিষিদ্ধ হয়েছেন। গত ৩ এপ্রিল দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার আইপিএল ছাড়ার পর তাঁর দল গুজরাট টাইটানস জানিয়েছিল ‘গুরুতর ব্যক্তিগত কারণে’ দেশে ফিরে গেছেন রাবাদা।
ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, এ বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে এসএটোয়েন্টি চলার সময়ের ঘটনা এটি। রাবাদা সেই টুর্নামেন্টে খেলেছেন এমআই কেপটাউনের হয়ে। সে সময়ে হওয়া মাদক পরীক্ষাতেই পজিটিভ হয়েছেন সময়ের অন্যতম সেরা বোলার। তবে ঠিক কত দিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে, সেটি জানা যায়নি। তবে ২৯ মার্চের পর আর কোনো ম্যাচ খেলেননি রাবাদা। রাবাদা আবার অবশ্য ভারতে ফিরেছেন।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সংগঠন এসএসিএর মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রাবাদা দুঃখপ্রকাশ করেছেন, ‘আমি ব্যক্তিগত কারণে আইপিএল ছেড়ে দক্ষিণ আফ্রিকা ফিরে গিয়েছি, এমন কিছুই জানানো হয়েছিল। সেই কারণটা হলো নেশাজাতীয় মাদক পরীক্ষায় আমার পজিটিভ হওয়া। আমার কারণে যাদের মাথা নত হয়েছে, যারা বিপদে পড়েছে, তাদের সবার কাছে করজোড়ে দুঃখপ্রকাশ করছি। আমি এখন সাময়িক নিষেধাজ্ঞা কাটাচ্ছি। প্রিয় খেলাটায় ফিরতে উন্মুখ হয়ে আছি।’
রাবাদা ঠিক কত দিন নিষিদ্ধ হয়েছেন, সেটি নিয়ে আগামী সপ্তাহে বিবৃতি দিতে পারে দক্ষিণ আফ্রিকার মাদকবিরোধী সংস্থা মাদকমুক্ত ক্রীড়াঙ্গন বা এসএআইডিএস।
রাবাদার আগে গত নভেম্বরে কোকেন নিয়ে ধরা পড়ে এক মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন নিউজিল্যান্ডের ক্রিকেটার ডগ ব্রেসওয়েল।