
চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকা থেকে ১৪টি সোনার বারসহ নুরুল ইসলাম চৌধুরী (৬৩) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বিআরটিসি ফলমণ্ডির সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার নুরুল ইসলাম চৌধুরী চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা এলাকার মৃত জহির আহাম্মদের ছেলে।পুলিশ জানিয়েছে, বৃদ্ধ ব্যক্তির কাছে থাকা বিদেশি ১৪টি অবৈধ সোনার বার ছিনিয়ে নিতে তাড়া করছিল কিছু লোকজন। এতে ওই বৃদ্ধ দৌড়ে রেলওয়ে স্টেশন এলাকা থেকে ফলমণ্ডি বসুধা মার্কেটের দিকে যাচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ গিয়ে বৃদ্ধকে থামায়। দৌড়ানোর কারণ জিজ্ঞেস করলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। এসময় তার কাছ থেকে ১৪টি সোনার বার উদ্ধার ও জব্দ করা হয়।
চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, বিআরটিসি ফলমণ্ডির সামনে থেকে ১৪টি অবৈধ সোনার বারসহ এক বৃদ্ধকে আটক করা হয়। পরে ওই ব্যক্তির বিরুদ্ধে চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।