
আইন মন্ত্রণালয় নির্ধারিত সময়ে মতামত না দেওয়ায় আদালতের আদেশ বাস্তবায়ন করতে আমরা ইশরাক হোসেনের গেজেট প্রকাশ করেছি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
আজ বুধবার (৩০ এপ্রিল) চতুর্থ কমিশন সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মো. সানাউল্লাহ বলেন, আমাদের ওপর বাধ্যবাধকতা ছিল ১০ দিনের মধ্যে এটা নিষ্পত্তি করার। আমরা নিষ্পত্তি করেছি। আমরা দ্রুততম সময়ের মধ্যে মতামত চেয়েছিলাম। ২৫ এপ্রিল ছিল দশম দিন, ওইদিন ছিল শুক্রবার। আমরা দুই দিন সময় নিয়েছিলাম। রবিবার বিকেল পাঁচটা পর্যন্ত আমরা অপেক্ষা করেছি। যেহেতু রিপ্লাইটা পাই নাই, তাই আদালতের আদেশের যাতে ব্যত্যয় না হয়, সেজন্য আমরা সেটা বাস্তবায়ন করেছি
কেন আপিল করেননি-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তো সংক্ষুব্ধ পার্টি নই। আদালতের রায়ে সংক্ষুব্ধ হলে আমরা আপিলে যেতাম। আদালত অন্য একটা ফলাফল বাতিল করে রায় দিয়েছেন আমরা সেটা বাস্তবায়ন করেছি।
গত ২৭ মার্চ ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের ফল বাতিল করে বিএনপি দলীয় মেয়র প্রার্থী ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে রায় দেন আদালত। একইসঙ্গে ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে মেয়র নির্বাচিত ঘোষণা করে সরকারের গেজেট বাতিল করেন। একই নির্বাচন কমিশনকে ১০ দিনের মধ্যে ইশরাক হোসেন গেজেট করার আদেশ দেন।