
‘স্বপ্নের’ মতো শুরু বাংলাদেশের। সর্বশেষ ১৩ ইনিংসে যেখানে উদ্বোধনী জুটিতে আসেনি পঞ্চাশ পেরোনো রান, সেখানে ১০৫ স্বপ্ন নয়তো কী! আর ২০২২ সালের পর এই প্রথম উদ্বোধনী জুটি স্পর্শ করলো তিন অংকের ঘর।
৯ উইকেটে ২২৭ রান নিয়ে আজ মঙ্গলবার চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শুরু করে জিম্বাবুয়ে। তবে দিনের প্রথম বলেই শেষ হয় তাদের ইনিংস, মুজারাবানিকে (২) ফিরিয়ে নিজের ষষ্ঠ উইকেটের দেখা পান তাইজুল ইসলাম।
এরপর শুরু হয় ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ। প্রথম টেস্টে হতাশ করা ব্যাটাররা এবার কি করেন, তা দেখার অপেক্ষায় ছিল সবাই। তবে ২২৭ রান সামনে রেখে ভালোই শুরু করেছে বাংলাদেশ।
এনামুল হক বিজয় ও সাদমান ইসলাম মিলে পাড়ি দিয়েছেন প্রথম সেশনের পুরোটাই। ১০৫ রান তুলেছেন কোনো উইকেট না হারিয়েই। তাতে স্বস্তি নিয়েই মধ্যাহ্নভোজে গেছে বাংলাদেশ।
ভারতের বিপক্ষে গত বছর সেপ্টেম্বরে শেষবার ৬২ রানের জুটি গড়েছিলেন সাদমান ও জাকির হাসান। তার ১৩ ইনিংস পর ফের পঞ্চাশ পেরোয় বাংলাদেশের উদ্বোধনী জুটি। মাঝে কেবল একবার ৩০ ছুঁতে পেরেছিল তারা।
৯১ বলে ৬৬ রানে খেলছেন সাদমান ইসলাম। বিরতির আগে শেষ ওভারে ব্রায়ান বেনেটকে চার মেরে দল ও জুটির রান তিন অঙ্কে নিয়ে যান বাঁহাতি এই ওপেনার, ১৫১ বলে।
সেই চারেই টেস্ট ক্রিকেটে হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সাদমান। লাঞ্চে যাওয়ার সময় তার রান এক হাজার ৫।
আরেক প্রান্তে সাদমানকে সঙ্গ দিয়ে যাচ্ছেন এনামুল হক বিজয়। ৬৫ বলে চারটি চারে ৩৮ রানে খেলছেন তিনি। ৬ টেস্টের ছোট্ট ক্যারিয়ারে এটাই তার সর্বোচ্চ। আগের ১০ ইনিংসে ২৩ রানের বেশি করতে পারেননি তিনি।
লিড ভাঙতে বাংলাদেশের প্রয়োজন এখনো ১২২ রান।