
আম্পায়ার্স কমিটির সমন্বয় সভায় বাগ্বিতণ্ডায় জড়ান বিসিবির দুই ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল ও দেবব্রত পাল। দুজনই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। আন্তর্জাতিক ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল নিরাপত্তাহীনতার অভিযোগে দেবব্রত পালের সঙ্গে কোনো বৈঠকে বসতে রাজি নন বলে অভিযোগ দেন। আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানকে দেওয়া ওই চিঠিতে স্বাক্ষর করেছেন রাহুলসহ বিসিবির ৭ ম্যাচ রেফারি। গত ২১ এপ্রিল এই চিঠি দেন তারা। ওই চিঠির প্রতিবাদে গত পরশু বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছে চিঠি দিয়েছেন দেবব্রত পাল। পাশাপাশি নিয়ামুর রশিদ রাহুলের বিরুদ্ধে অভিযোগ দেন। ঘটনার পরদিন অর্থাৎ গতকাল এক বৈঠকে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়ার কথা থাকলেও তেমন কিছু হয়নি।
বিসিবির ম্যাচ রেফারিদের মধ্যে তৈরি হওয়া এই সমস্যার সমাধান করবেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এমনটাই জানিয়েছে বিসিবির আম্পায়ার্স বিভাগের একটি সূত্র। তিনি জানান, বিষয়টি এখন উচ্চপর্যায়ে চলে গেছে। এখন বিসিবি সভাপতি বিষয়টি সমাধান করবেন।
অভিযুক্ত ম্যাচ রেফারি দেবব্রত পাল জানান, এ ঘটনার জন্য রেফারিদের উসকে দিয়েছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। এ নিয়ে দেবব্রত পাল আমার দেশকে বলেন, ‘ব্যক্তিগত দ্বন্দ্বে আমাকে সরিয়ে দেওয়ার জন্য ম্যাচ রেফারিদের উসকে দিয়েছেন আম্পায়ার্স কমিটি চেয়ারম্যান। বিসিবি সভাপতি কী সিদ্ধান্ত দেবেন সেটা এখনো জানি না।’ অন্যদিকে আরেক অভিযুক্ত নিয়ামুর রশিদ রাহুল জানান, শুধু তিনি নন, অন্যান্য ম্যাচ রেফারি মিলে এই অভিযোগ দেওয়া হয়েছে। তারা সিদ্ধান্তের জন্য ম্যানেজমেন্টের দিকে তাকিয়ে আছেন। এর আগে কোনো ধরনের মন্তব্য করতে চান না। তিনি বলেন, ‘আমরা অপেক্ষায় আছি ম্যানেজমেন্ট কী জানায় সেটার ওপর। বিসিবি সভাপতি বা আম্পায়ার্স বিভাগ- যিনিই সিদ্ধান্ত নেন না কেন তা জানার অপেক্ষায় আছি। আমাদের এখন এটাই করা উচিত।’