
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহর দেখানো পথে রাষ্ট্র পরিচালনা করলেই সুখ-শান্তি আসবে, সমাজে নিরাপত্তা আসবে এবং মানুষ জীবন, ইজ্জত ও সম্পদের নিরাপত্তা পাবে।
জামায়াত আমির বলেন, ‘বাংলাদেশ জামায়াতে আমির বিশ্বাস করেন, একমাত্র আল্লাহর হুকুম অনুসারে যদি দেশ পরিচালিত হয়, সেই আল্লাহ যিনি আমাদেরকে সবচেয়ে বেশি ভালবাসেন এবং আমাদেরকে পয়দা করেছেন, তাহলে এই দেশের সুখ-শান্তি দুই ই আসবে। সমাজে নিরাপত্তা কায়েম হবে। মানুষ তাদের জীবন, ইজ্জত ও সম্পদের নিরাপত্তা পাবে। প্রত্যেকটি মানুষ দেশ গড়ার প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। সে নারী হোক বা পুরুষ হোক, গৃহে হোক বা বাইরে হোক। যার যেমন যোগ্যতা সেই যোগ্যতা অনুসারে সে দেশের সেবা করবে।’
তিনি আরও বলেন, ‘আমরা একটা শান্তির, নিরাপত্তার বাংলাদেশ গড়তে চাই। যেই দেশে কোনো হানাহানি, হিংসা থাকবে না। ধর্ম, বর্ণের ভিত্তিতে কোনো ভাগাভাগিও হবে না। আমরা ঘোষণা দিয়েছি আমরা কোনো মেজরিটি, মাইনরিটি মানি না। এ দেশে যারা জন্ম নেবে, বাংলাদেশের সংবিধান অনুযায়ী, কুরআনের আলোকে তাদের সমান অধিকার প্রাপ্য। সুতরাং এখানে অধিকারের তারতম্য হবে না। অধিকার আদায়ের দাবিতে মিছিল, আন্দোলন করতে হবে না। রাষ্ট্র যারা পরিচালনা করবেন, তার দায়িত্ব যার অধিকার তার ঘরে পৌঁছে দেওয়া।’
বাংলাদেশকে নিয়ে জামায়াতে ইসলামীর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ডা. শফিকুর রহমান আরও বলেন, আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই, যেই শিক্ষা ব্যবস্থা মানুষ হতে শেখায়। মানব জাতিকে, এবং মানব জাতির প্রত্যেকটি সদস্যকে ভালবাসতে শেখায়। আমরা সেই দায়বদ্ধ শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবো।’