
ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পেহেলগামে গত মঙ্গলবার বন্দুকধারীদের হামলার সময় ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এর মধ্যেও আশার কথা হলো, তখন কয়েকজন স্থানীয় যুবক পর্যটকদের বাঁচাতে এগিয়ে এসেছিলেন। তাঁদের একজন সাজ্জাদ আহমেদ বাট। ওই হামলায় অন্তত ২৬ জন নিহত হন।
বন্দুকধারীদের হামলায় আহত এক কিশোরকে উদ্ধার করেন সাজ্জাদ। এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ওই কিশোরকে পিঠে নিয়ে পাহাড়ের ঢাল বেয়ে দৌড়ে নামতে দেখা যায় তাঁকে। কমলা রঙের জ্যাকেট পড়া ওই কিশোর দুই হাত দিয়ে তাঁকে জড়িয়ে ধরে ছিলেন।
সাজ্জাদ বলেন, ‘যাঁদের ভিডিও ছড়িয়ে পড়েছিল, তাঁদের মধ্যে আমি একজনমাত্র। আরও অনেকেই ছিলেন, যাঁরা একই কাজ করছিলেন।’
পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি পদক্ষেপ নিয়েছে ভারত। গত বুধবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। পরে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি সিদ্ধান্তগুলো সাংবাদিকদের জানান। পাল্টা ব্যবস্থা নিয়েছে পাকিস্তানও।
সাজ্জাদ আরও বলেন, ওই দিন চাচির দাফনে অংশ নিতে ঘটনাস্থলের কাছে একটি স্থানে অবস্থান করছিলেন তিনি। এ সময় হামলার খবর পান। স্থানীয় লোকজন তাঁকে সাহায্যের জন্য ডাকেন। সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলে রওনা হন। ততক্ষণে আহত ব্যক্তিদের সাহায্য করতে অনেক মানুষ জড়ো হয়েছেন। আহত যাঁরা বসার মতো অবস্থায় ছিলেন, তাঁদের ঘোড়ায় পিঠে বসিয়ে হাসপাতালে নেওয়া হয়।
ঘটনাস্থল থেকে সাজ্জাদ যে কিশোরকে উদ্ধার করেন, তার মুখমণ্ডল ও শরীর বেয়ে রক্ত পড়ছিল। তবে তিনি ওই কিশোরের নাম জিজ্ঞেস করেননি। তিনি বলেন, তাঁর ঠিক পেছনেই ডান পাশে একটি ঘোড়ার পিঠে বসিয়ে কিশোরটির মাকে নিয়ে যাওয়া হচ্ছিল।
এমন পরিস্থিতিতে ভয় পেয়েছিলেন কি না, জানতে চাইলে সাজ্জাদ বলেন, ‘আমরা যদি ভয় পেতাম, তাহলে আহতদের সাহায্য করতে পারতাম না। অবশ্যই কিছুটা ভয় ছিল, কিন্তু বিষয়টি ছিল মানবতার। সেদিন বন্দুকধারীরা সেখানে মানবতাকে হত্যা করেছিল।’
যাঁদের ভিডিও ছড়িয়ে পড়েছিল, তাঁদের মধ্যে আমি একজনমাত্র। আরও অনেকেই ছিলেন, যাঁরা একই কাজ করছিলেন।সাজ্জাদ আহমেদ, উদ্ধারকারী যুবক
পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি পদক্ষেপ নিয়েছে ভারত। গত বুধবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। পরে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি সিদ্ধান্তগুলো সাংবাদিকদের জানান। পাল্টা ব্যবস্থা নিয়েছে পাকিস্তানও।