Image description

তামিম ইকবাল তার জীবনের সবচেয়ে কঠিন কিছু দিন পেছনে ফেলেছেন এই দু’দিন হলো। হার্ট অ্যাটাকের কবলে পড়ে মৃত্যুকে খুব কাছে থেকে দেখেছিলেন তিনি। সে তামিম এখন অবশ্য ভালো আছেন। 

আজ ঈদ উপলক্ষে তিনি দিয়েছেন একটি পোস্ট। সেখানে তিনি সবার জন্য দোয়া চেয়েছেন। তিনি লিখেছেন, ‘আল্লাহ এবারের ঈদে আপনাকে স্বাস্থ্য, আনন্দ ও উন্নতি দান করুন। ঈদ মোবারক।’

গত ২৪ মার্চ বিকেএসপিতে ম্যাচ চলাকালে হৃদরোগে আক্রান্ত হন তামিম। এরপর তাকে সেখানে সিপিআর দেওয়া হয়। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে তার হার্টে রিং পরানো হয়। 

এরপর এভারকেয়ার হাসপাতালে তিনি ছিলেন দুই দিন। তা শেষে গেল ২৮ মার্চ তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।

ঈদটা সে কারণে তিনি পরিবারের সঙ্গেই করতে পারছেন। সে ঈদেও অবশ্য কিছু দিন আগে নিজের সঙ্গে ঘটে যাওয়া ওই ঘটনা ভুলতে পারেননি। পোস্টে সবার সুস্বাস্থ্যের কামনা হয়তো সে কারণেই উল্লেখ করেছেন তিনি!