Image description

বাংলাদেশের হয়ে নিজের অভিষেক ম্যাচ খেলতে এই মাসেই দেশের মাটিতে পা রেখেছিলেন তিনি। হামজা চৌধুরীর জাতীয় দলের অভিষেক ম্যাচটা অবশ্য শেষ হয়েছে খানিকটা হতাশাতেই। ভারতের বিপক্ষে ড্র করে আবার ইংল্যান্ডেই ফিরে গেছেন হামজা। ক্লাব ফুটবলে ফিরেই জয়ের ধারায় ফিরলেন তিনি। তার দুর্দান্ত পারফরম্যান্সে ইংলিশ চ্যাম্পিয়নশিপে কভেন্ট্রিকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে শেফিল্ড।

শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। নিজের অভিষেক ম্যাচে ভালো খেললেও তাই ড্রয়ের হতাশা নিয়েই ফিরতে হয়েছে হামজাকে। বাংলাদেশে ফিরে সেখান থেকেই উড়াল দিয়েছিলেন ইংল্যান্ডের উদ্দেশে।

ইংল্যান্ডে পা রেখে বেশিদিন বিশ্রাম পাননি হামজা। গত রাতে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ম্যাচে কভেন্ট্রির বিপক্ষে মাঠে নেমেছিল হামজার দল শেফিল্ড। সেই ম্যাচে ৮৯ মিনিট মাঠে ছিলেন হামজা। গোল না পেলেও দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি।

ম্যাচের অন্তিম মুহূর্তে যখন বদলি হয়ে মাঠ ছাড়েন, দর্শক দাঁড়িয়ে হামজাকে করতালির মাধ্যমে বিদায় বলেন। ততোক্ষণে শেফিল্ড ৩-১ গোলে এগিয়ে গিয়ে জয় অনেকটাই নিশ্চিত করেছেন।

শেষ পর্যন্ত ৩-১ গোলে জিতেছে শেফিল্ড। এই জয়ে ৩৯ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছেন তারা। সরাসরি প্রিমিয়ার লিগে খেলার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে হামজার ক্লাব।