
ভারত-পাকিস্তান ম্যাচ হলে পরাজিতদের দেশে টিভি ভাঙার ঘটনা নতুন কিছু নয়। কিন্তু এবার রিশাভ পান্তের ওপর চটে গিয়ে টিভি ভেঙে ফেললেন ‘স্পোর্টস তাক’ অনুষ্ঠানের উপস্থাপক! গত রাতে সানরাইজার্স হায়দরাবাদ ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ম্যাচ পরবর্তী আলোচনা অনুষ্ঠানে তিনি এই কাণ্ড ঘটান।
চলতি আইপিএলের মেগা নিলামে পান্তকে ২৭ কোটি রুপিতে দলে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। এই টি–টোয়েন্টি লিগের ইতিহাসে ভারতের উইকেটকিপার–ব্যাটসম্যানই সবচেয়ে দামি খেলোয়াড়। স্বাভাবিকভাবেই তার কাছে সমর্থকদের প্রত্যাশাও অনেক বেশি। গত রাতে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে তিনি করেন ১৫ বলে ১৫ রান। আগের ম্যাচে দিল্লির বিপক্ষে শূন্য রানে আউটের পাশাপাশি একটি স্টাম্পিংও মিস করেন।
সেই টিভি শোতে পান্তের এই বাজে ব্যাটিং নিয়েই আলোচনা হচ্ছিল। পঙ্কজ নামের সেই উপস্থাপক এক পর্যায়ে বলছিলেন, ‘আরে ভাই, তুমি আরও কতবার সুযোগ পেতে চাও? আইপিএল চলছে আর সে একের পর এক সুযোগ পেয়েই যাচ্ছে। কিন্তু আমি আপনাদের বলছি, সে কী করবে, তা আগেই বলে দেওয়া যায়। ওর ওপর আর ভরসা করা যায় না। সে কেমন অধিনায়ক? ওর মতো অধিনায়ক আমাদের দরকার নেই!’
এটা বলেই উপস্থাপক টেবিলে থাকা শক্ত কোনো বস্তু তুলে নিয়ে ছুঁড়ে মারেন পেছনে থাকা টেলিভিশনে। এতে স্ক্রিন ফুটো হয়ে টেলিভিশন বন্ধ হয়ে যায়। এরপর তিনি স্টুডিওর কাঁচের টেবিলে ধাক্কা মারেন। টেবিলের সঙ্গে সাজিয়ে রাখা একটি ব্যাট মঞ্চ থেকে ছিটকে পড়ে। এ সময় সেই শোতে উপস্থিত আলোচকেরা তাকে শান্ত করার চেষ্টা করেন। পঙ্কজের এই কাণ্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সমালোচনা হচ্ছে। তার এই আচরণকে ‘জঘন্য’ বলছেন ক্রিকেটপ্রেমীরা।