Image description

ভারত নিজেকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রচার করলেও প্রকৃতপক্ষে তারা একনায়কতন্ত্র চর্চা করছে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্বে গণতন্ত্র ফেরী করে বেড়ায়। সেই যুক্তরাষ্ট্রই তো বোমা মেরে মধ্যপ্রাচ্যকে তছনছ করে দিচ্ছে। ইসরায়েলকে বলা হয় মধ্যপ্রাচ্যের একমাত্র গণতান্ত্রিক দেশ। তারাই কত বড় একটা গণহত্যা চালাচ্ছে। একইভাবে ভারতকে বলা হত বৃহত্তম গণতান্ত্রিক দেশ। এটা একেবারেই বাজে প্রচারণা।’

তুষার এ বিষয়ে আরও বলেন, ‘ভারতকে আপনি সর্বোচ্চ বলতে পারেন বৃহত্তম নির্বাচনী একটা দেশ। এবং এত বড় দেশের একটা সমাহার এটি যে নির্বাচন ছাড়া এই দেশটি চালানো সম্ভব নয়। এটাই পাঁচ বছর পর পর তাদের নির্বাচন হওয়ার ম্যাজিক। আর কোনো ম্যাজিক নাই। এটা ছাড়া ভারতেও বাংলাদেশের মতো ঘটনাই ঘটতো। বিজেপিও নির্বাচনে বিশ্বাস করে না। তাকে এটা করতে হয়। কারণ এটা ছাড়া দেশটিকে ধরে রাখা যাবে না।’’

 

 ‘বর্তমানে ভারতে একটা ফ্যাসিস্ট শক্তি ক্ষমতায় আছে। যাদের ঘোষিত লক্ষ হচ্ছে অখন্ড ভারত। যা দিয়ে তারা দক্ষিণ এশিয়ার ম্যাপটাকে বুঝায়। পাশাপাশি তারা এটা হিন্দু ধর্ম রাষ্ট্র বলে। সেই ভারত সব সময় বাংলাদেশে হিন্দু গণহত্যা হচ্ছে, অত্যাচার হচ্ছে, সংখ্যালঘুরা এখানে নিরাপদ নেই এসব কথা ক্রমাগত বলে যাচ্ছে। তাদের টাকা আছে, ক্ষমতা আছে। সেজন্য তারা পৃথিবীকে এসব কথা শোনাতে পারছে।’ বলেছেন এনসিপির সারোয়ার তুষার।