Image description

বাংলাদেশের ফুটবলে এক হ্যামিলনের বাঁশিওয়ালার আবির্ভাব ঘটেছে। নাম তার হামজা দেওয়ান চৌধুরী। তবে বাঁশির সুরে নয়, ফুটবলশৈলীতে তিনি যেন হয়ে উঠেছেন এ যুগের বাংলাদেশের ফুটবলের হ্যামিলনের বাঁশিওয়ালা। তার আগমনেই যেন প্রাণ ফিরে পেয়েছে দেশের ফুটবলে। 

নিজের অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে মাঠের সেরা খেলোয়াড়ই ছিলেন তিনি। এরই ফাঁকে বাংলাদেশি ক্রিকেট তারকা লিটন দাস দেখা করলেন হামজার সঙ্গে। 

হামজার সঙ্গে ছবি তুলে ফেইসবুকে পোস্ট করে লিটন লিখেছেন, ‘হামজা চৌধুরীর সঙ্গে দেখা হওয়াটা দারুণ ব্যাপার। একজন দারুণ বিনয়ী মানুষ আর অসাধারণ এক খেলোয়াড়। তাকে নিয়ে বাংলাদেশ ফুটবলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।’ ক্যাপশনেই লিটন লিখেছেন ছবিটি তুলেছেন তার স্ত্রী।

হামজা আপাতত ফুটবলের ব্যস্ত সূচিতে প্রবেশ করলেও লিটন পার করবেন ঈদের ছুটি। ঈদ শেষে মাঠে নামবেন ডিপিএল টুর্নামেন্টে। এরপর জিম্বাবুয়ে সিরিজের ব্যস্ততা আছে তার। অবশ্য এর মাঝে তিনি আবেদন করেছেন পিএসএলের দল করাচি কিংসের হয়ে মাঠে নামার। সেই সিদ্ধান্ত আসবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে।