
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। অবশ্য এই ম্যাচে মাঠে নামার আগে ব্রাজিলের একাধিক ফুটবলার আক্রমণাত্বক মন্তব্য করেছিলেন। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে তাদের মুখ পুড়েছে। সবচেয়ে বেশি আলোচিত হয়েছে রাফিনহার মন্তব্য। ম্যাচ শেষে অবশ্য এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ক্ষমা করেছেন লিওনেল স্কালোনি।
‘রোমারিও টিভি’ পডকাস্টে হুংকার ছেড়ে রাফিনহা বলেছিলেন, ‘আমরা ওদের গুঁড়িয়ে দেব। কোনো সন্দেহ নেই। একদম গুঁড়িয়ে দেব মাঠের ভেতরে, দরকার পড়লে মাঠের বাইরেও।’ কিন্তু মাঠের খেলায় ব্রাজিলকে নিয়ে রীতিমতো ছেলেখেলা খেলল আর্জেন্টিনা। ৩৭ মিনিটের মধ্যে করেছে তিন গোল। বিরতির পর আরও একটি। ফার্নান্দেজ-পারেদেসরা কিছু সুযোগ মিস না করলে আরও তিন-চারটি গোল করতে পারত আর্জেন্টিনা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রশ্ন ওঠে, রাফিনহার মন্তব্যের কারণেই কি আর্জেন্টাইনরা ব্রাজিলের ওপর এমন ঝড় বইয়ে দিল? জবাবে বরাবরের মতোই শান্ত থাকলেন স্কালোনি, ‘এটা ব্রাজিল-আর্জেন্টিনা, এই ম্যাচ নিয়ে এমন সব কথা বলার দরকার নেই। আমরা সে জন্য এভাবে খেলিনি। আমি রাফিনিয়াকে ক্ষমা করে দিয়েছি কারণ আমি জানি সে ইচ্ছা করে এটা বলেনি; সে তার দলের হয়ে বলেছে।’
দাপুটে এই জয়ের পেছনে দলীয় পারফর্মেন্সকেই কৃতিত্ব দিয়েছেন স্কালোনি, ‘এটা দলীয় পারফর্মেন্সের ফল। আমরা একটা দল হিসেবে খেলেছি বলেই ব্রাজিলকে হারাতে পেরেছি। এমন প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে গড়া দলকে হারানোর এটাই উপায়- দলীয় পারফর্মেন্স। তবে বলতে পারব না, এটাই সেরা জয় কি না। দারুণ একটা ম্যাচ আমরা খেলেছি। প্রতিটি ম্যাচেই আমাদের এই সক্ষমতা প্রমাণ করতে হবে।’