Image description

২০২০ সালের ০৬ মার্চ, বাংলাদেশের জার্সিতে সর্বশেষ খেলতে দেখা গিয়েছিল মাশরাফি বিন মুতর্জাকে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচের আগে মাশরাফি জানান, অধিনায়ক হিসেবে সেটাই হবে তার শেষ ম্যাচ। মাশরাফি অধিনায়ক হিসেবে শেষ ম্যাচটা জয় দিয়ে রাঙিয়েছিলেন। মাশরাফির সেদিন মাঠ ছাড়ার মুহূর্তটাও নিশ্চয়ই মনে দাগ কেটে গেছে আপনার। নিজের দীর্ঘদিনের সতীর্থ-অধিনায়ককে বিদায় জানাতে তামিম ইকবাল তাকে কাঁধে তুলে নিয়েছিলেন। নামিয়েছিলেন বাউন্ডারি রোপের বাইরে।

সেই তামিমের জীবনই আজ সঙ্কটাপন্ন। সাভারে ডিপিএল খেলতে গিয়ে দুই দফায় হার্ট অ্যাটাক হয়েছে মোহামেডান অধিনায়কের। সাভারের কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে ভর্তি হয়েছেন তামিম ইকবাল। হার্টে ব্লক ধরা পড়ায় পরানো হয়েছে রিং। সর্বশেষ খবর অনুযায়ী তামিমকে রাখা হয়েছে সিসিইউতে।

তামিমে হার্ট অ্যাটাকের খবরে নাড়াচাড়া পড়ে গেছে ক্রিকেট বিশ্বে। বাংলাদেশি ক্রিকেটাররা তো বটেই, ভারতের মনোজ তিওয়ারি, শ্রীলংকার লাসিথ মালিঙ্গারাও প্রার্থনায় নেমেছেন তামিমের সুস্থতায়। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও বাকিদের মতো তামিমের সুস্থতা চেয়েছেন।

মাশরাফির ফেসবুক পোস্ট

নিজের ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে এক পোস্টে মাশরাফি লেখেন, ‘তোর কাছে যাইতে পারলাম না ভাডি। মহান আল্লাহ তোর সহায় হোন। দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় ইনশাল্লাহ।’

এর আগে তামিমের এই সঙ্কটাপন্ন অবস্থায় তার জন্য দোয়া চেয়েছেন তাসকিন আহমেদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলামরা। তারা অনেকেই তামিমের দীর্ঘদিনের সতীর্থ। সৌম্য-তাসকিন-মিরাজ-শরীফুলদের সবাই ই খেলেছেন তামিমের সাথে কিংবা নেতৃত্বে।