
জুলাই বিপ্লবকে একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করে মুক্তিযোদ্ধাদের তোপের মুখে পড়েছেন ঢাকার জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান। উত্তপ্ত পরিস্থিতি সামলাতে পরে এ বিষয়ে ক্ষমা চান তিনি।
বুধবার ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
এদিন সকালে অতিথিদের নিয়ে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক তানভীর আহমেদ। সমাবেশ ও কুচকাওয়াজের পর বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। এরপর আগত অতিথিরা বক্তব্য দেওয়া শুরু করেন।
এর এক পর্যায়ে বক্তব্য দিতে স্টেজে উঠেন ঢাকার সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান। তিনি বলেন, একাত্তরে আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম, এখনো তা অপূর্ণতা রয়ে গেছে। যার কারণে ২০২৪ সালে জুলাই আন্দোলন। বীর মুক্তিযোদ্ধাদের যেমন সংবর্ধনা দিয়েছি, জুলাই আন্দোলনকারীদেরও সংবর্ধনা দেব।
জিল্লুর রহমান বলেন, যে দুই কারণে একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, একই কারণে ২০২৪-এ যুদ্ধ হয়েছে। বারবার যুদ্ধ করছি।
একথা বলার পর স্টেজের সামনের আসনে বসে থাকা বীর মুক্তিযোদ্ধাদের তোপের মুখে পড়েন তিনি। তারা আসন থেকে উঠে এর প্রতিবাদ করেন।
প্রতিবাদ জানিয়ে তারা বলেন, আপনি বলছেন একই কারণে যুদ্ধ হয়েছে। একই কারণে না। একাত্তরে স্বাধীনতা যুদ্ধের সঙ্গে ২০২৪-এর আন্দোলনের তুলনা চলে না। আপনার কথা উইথড্রো করেন। আপনি নেমে যান। পরে সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান ক্ষমা চাইলে পরিস্থিতি শান্ত হয়।