Image description

সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তাদের হোমপেজের নিয়মিত লোগোর পরিবর্তে বিশেষ ডুডল প্রদর্শন করছে।

বাংলাদেশ থেকে কেউ গুগলে প্রবেশ করলে তারা লাল-সবুজের জাতীয় পতাকার প্রতীকী এই ডুডল দেখতে পাবেন। ডুডলটিতে ক্লিক করলে বাংলাদেশে স্বাধীনতা দিবস সম্পর্কিত একটি নতুন পৃষ্ঠায় নিয়ে যাওয়া হবে, যেখানে এই বিশেষ দিনের গুরুত্ব ও ইতিহাস তুলে ধরা হয়েছে।

গুগলের হোমপেজে উল্লেখ করা হয়েছে, "এই ডুডল বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন করছে! ১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেন, যা বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।"

 

গুগল আরও জানায়, "স্বাধীনতা দিবসের আগের রাতে কিছু নির্বাচিত নাগরিক ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়, যা তাদের অসামান্য অর্জনকে স্বীকৃতি দেয়। এই বার্ষিক পুরস্কার বিজ্ঞানী, ক্রীড়াবিদ, লেখক, সংগীতশিল্পী, শিল্পীসহ বিভিন্ন গুণী ব্যক্তিদের সম্মানিত করে।"

 

স্বাধীনতা দিবসে দেশজুড়ে বর্ণাঢ্য আয়োজনের কথা উল্লেখ করে গুগল বলে, "পরদিন সারাদেশে কুচকাওয়াজ, কনসার্ট ও সমাবেশসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনেকে জাতীয় পতাকার রঙের প্রতীকী হিসেবে লাল-সবুজ শাড়ি ও পাঞ্জাবি পরিধান করেন। এ সময় বাংলাদেশের জাতীয় পতাকায় সজ্জিত রাস্তাগুলো প্রাণবন্ত হয়ে ওঠে।"

গুগলের ব্যাখ্যা অনুসারে, "সবুজ রং উন্নতি, তারুণ্য ও বাংলাদেশের অপার সবুজ প্রকৃতিকে প্রতিফলিত করে, আর লাল রং ত্যাগ, পুনর্জন্ম ও উদীয়মান সূর্যের প্রতীক।"

সূত্র: ইউএনবি