Image description
 

আগামী শনিবার (২২ মার্চ) বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মুখোমুখি হবে আর্জেন্টিনা। তবে এই ম্যাচে খেলতে পারছেন না লিওনেল মেসি। চোটের কারণে তিনি ছিটকে গেছেন উরুগুয়ে এবং ২৬ মার্চ ব্রাজিলের বিপক্ষে ম্যাচ থেকে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, মেসির অনুপস্থিতিতে কে পরবেন আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি?

মেসির অনুপস্থিতিতে অতীতে পাওলো দিবালা এই জার্সি পরেছিলেন, তবে এবার তিনিও চোটের কারণে দলে নেই। ফলে বর্তমান স্কোয়াডে একমাত্র আনহেল কোরেয়াই আছেন, যিনি অতীতে জাতীয় দলে ১০ নম্বর জার্সি পরার অভিজ্ঞতা পেয়েছেন। 

সাংবাদিক গাস্তন এদুলের তথ্যমতে, কোরেয়াই উরুগুয়ের বিপক্ষে ১০ নম্বর জার্সি পরে মাঠে নামবেন। তবে অনেক আর্জেন্টাইন সমর্থক চাইছেন, এই জার্সি হুলিয়ান আলভারেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের হাতে তুলে দেয়া হোক।

প্রসঙ্গত, আর্জেন্টিনার ইতিহাসে ১০ নম্বর জার্সির মাহাত্ম্য বেশ গভীর। ডিয়েগো ম্যারাডোনা এই জার্সির মাধ্যমে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। তার আগে মারিও কেম্পাস এবং পরে হুয়ান রোমান রিকুয়েলমেও এই জার্সি পরেছিলেন। তবে ২০০৫ সালের পর থেকে ২৮টি ম্যাচে আর্জেন্টিনা ১০ নম্বর জার্সি ব্যবহার করেনি। 

২০০৯ সালের ২৮ মার্চ ভেনেজুয়েলার বিপক্ষে মেসি আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি গায়ে প্রথম মাঠে নামেন। গত ১৬ বছরে মেসির বাইরে খুব কম জনই এই জার্সি পরার সুযোগ পেয়েছেন। মেসির অনুপস্থিতিতে এই জার্সি ৭ বার পরে মাঠে নেমেছেন আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। তিনবার কোরেয়া। দু’বার অ্যাঞ্জেলো ডি মারিয়া, এনজো পেরেজ, হেক্টর কানতেরোস, নিকোলাস গাইতান ও পাওলো দিবালা। 

মেসির গায়ে এই জার্সি ওঠার পর একবার করে তা পরার সুযোগ পেয়েছেন ফেদেরিকো ইনসুয়া, অ্যারিয়েল ওর্তেগা (২০১০ সালে হাইতির বিপক্ষে তার শেষ ম্যাচে), এরিক লামেলা, এভার বানেগা, হাভিয়ের পাস্তোরে, লুকাস মুগনি (মাঠে নামার সুযোগ হয়নি), ম্যাক্সিমিলিয়ানো মোরালেস, ওয়াল্টার এরভিতি ও ওয়াল্টার মন্তিলো।