Image description
 

শেফিল্ড ইউনাইটেডের তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী বলেছেন, ভারতের বিপক্ষে জিততে চাই। সোমবার দুপুরে সিলেটের ওসমানী বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের একথা বলেন।

বেলা ১১টা ৪০ মিনিটে সিলেটের ওসমানী বিমানবন্দরে পৌঁছান শেফিল্ড ইউনাইটেডের এই তারকা ফুটবলার।

হামজার মা বাংলাদেশি, বাবা গ্রানাডিয়ান। এই গত বছরের আগস্টে বাংলাদেশি পাসপোর্ট বুঝে পান হামজা। ডিসেম্বরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার ছাড়পত্র পান। এরপর থেকেই বাংলাদেশের হয়ে তার মাঠে নামার অপেক্ষায় আছেন ভক্তরা। এবার ঢাকায় পৌঁছে অপেক্ষাটা কমিয়ে দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংল্যান্ড প্রবাসী হামজা।

এশিয়ান কাপ বাছাই পর্বে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। আসন্ন ম্যাচটিতে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার কথা রয়েছে হামজার। তাতেই ইংলিশ লিগের প্রথম ফুটবলার হিসেবে দক্ষিণ এশিয়ার ফুটবলে খেলার রেকর্ড গড়বেন হামজা।