Image description

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে বাংলাদেশ দল ব্যর্থতার গ্লানি নিয়ে দেশে ফিরে এসেছে। মোটামুটি খালি হাতেই ফিরেছে বাংলাদেশ। তবে আক্ষরিক অর্থে খালি হাত নয়, বাংলাদেশ দল পাচ্ছে মোটা অংকের টাকা। জানা গেছে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইংল্যান্ড হেরে গেছে। যার ফলে নাজমুল হোসেন শান্তর দল পাচ্ছে বিশাল অঙ্কের বোনাস।

শনিবার (০১ মার্চ) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে যায় ইংল্যান্ড। যদিও বাংলাদেশের যাত্রা শেষ, তবুও এই ম্যাচের ফলের সঙ্গে জড়িয়ে আছে তাদের প্রাইজমানির অঙ্ক। ইংল্যান্ড হেরে যাওয়ায় বাংলাদেশ উঠেছে ষষ্ঠ স্থানে, আর এতে টাইগাররা পাবে প্রায় ৫ কোটি ৭৪ লাখ টাকা। আর ইংল্যান্ড যদি জিতে বা ম্যাচ পরিত্যক্ত হয় তাহলে বাংলাদেশ নেমে যেত সপ্তম স্থানে, ফলে অর্থ পুরস্কার কমে দাঁড়াত ৩ কোটি ১০ লাখ টাকায়। অর্থাৎ,  ম্যাচটির ইংল্যান্ড ম্যাচের ওপর নির্ভর করে ছিল শান্তদের প্রায় ২ কোটি ৬৪ লাখ টাকা বেশি পাওয়ার সুযোগ!

এবার চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে ২৭ কোটি ২১ লাখ টাকার ওপরে (২২ লাখ ৪০ হাজার ডলার) পাবে। রানার্সআপ দল পাবে ১৩ কোটি ৬০ লাখ টাকার ওপরে (১১ লাখ ২০ হাজার ডলার)। সেমিফাইনাল থেকে বাদ পড়া দল পাবে ৬ কোটি ৮০ হাজার টাকার ওপরে। এরপরে পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দল পাবে ৪ কোটি ২৫ লাখ টাকার ওপরে (৩ লাখ ৫০ হাজার ডলার)।

আর সপ্তম ও অষ্টম দল পাবে ১ কোটি ৭০ লাখ টাকার ওপরে (১ লাখ ৪০ হাজার ডলার)। এর বাইরে এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়ার জন্য প্রতিটি দল দেড় কোটি টাকার ওপরে পাবে (১ লাখ ২৫ হাজার ডলার)। সে হিসেবে অংশগ্রহণকারী দেশ হিসেবে বাংলাদেশ ইতিমধ্যে দেড় কোটি টাকা অর্জন করেছে। আর এখন সব মিলিয়ে বাংলাদেশ পাবে প্রায় ৫ কোটি ৭৪ লাখ টাকা।