সবশেষ বিশ্বকাপ হয়েছিল মুসলিম দেশ কাতারে। ২০২২ সালের আসরে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল অ্যালকোহল জাতীয় পানীয় বিক্রি। তবে ২০৩৪ সালে সৌদি আরব বিশ্বকাপে কোনোভাবেই মদপানের অনুমতি দেওয়া হবে না।
যুক্তরাজ্যের সৌদি অ্যাম্বাসেডর এমন তথ্য দিয়েছেন। এলবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে প্রিন্স খালিদ বিন বান্দার আল সৌদ জানান, টুর্নামেন্ট চলাকালে কোথাও মদ বিক্রি হবে না, এমনকি হোটেলেও।
প্রিন্স খালিদ বলেছেন, ‘এই মুহূর্তে আমরা কোনোভাবে মদ অনুমোদন দিবো না। মদ ছাড়াও অনেক মজা করা যায়। এটা শতভাগ অপরিহার্য বিষয় নয়। আপনি যদি চলে গিয়ে পান করেন, তাহলে ঠিক আছে। কিন্তু আমরা কোনও মদ রাখবো না।’
কাতার বিশ্বকাপের মতো হোটেলে ফিরে ভক্তরা মদপান করতে পারবে কি না প্রশ্নে তিনি যোগ করেন, ‘না, কোনও মদ নয়। এটা শুষ্ক একটি দেশ। প্রত্যেকের নিজস্ব সংস্কৃতি আছে। আমরা আমাদের সংস্কৃতির সীমারেখার মধ্যে থেকে লোকজনকে থাকতে দিতে চাই। কিন্তু কারও জন্য আমরা আমাদের সংস্কৃতি বদলাতে চাই না।’
সবশেষ বিশ্বকাপে শুরুতে স্টেডিয়ামে মদ বিক্রির সিদ্ধান্ত নেওয়া হলেও টুর্নামেন্টের দুই দিন আগে তা বাতিল করা হয়। ভক্তদেরকে তাদের জন্য আলাদা জোন ও হোটেল বার থেকে মদ কিনতে হয়েছিল।
সৌদি আরবে সমকামিতা অবৈধ এবং ট্র্যান্সজেন্ডারও স্বীকৃতি পায়নি। তবে প্রিন্স খালিদ বললেন, ‘সৌদিতে আমরা সবাইকে স্বাগত জানাবো। এটা তো সৌদি ইভেন্ট নয়, বিশ্ব ইভেন্ট এবং এই বৃহৎ পরিসর বিবেচনায় আমরা এখানে আসতে চাওয়া প্রত্যেককে স্বাগত জানাবো।’