Image description

আগামী ১৪ অক্টোবরের পর উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের জন্য আর কোনো সফটওয়্যার হালনাগাদ, নিরাপত্তা সংশোধনী বা কারিগরি সহায়তা দেওয়া হবে না, তা আগেই জানিয়েছে মাইক্রোসফট। শুধু তা-ই নয়, ব্যবহারকারীদের দ্রুত উইন্ডোজ ১১-তে হালনাগাদ করার পরামর্শও দিয়েছে প্রতিষ্ঠানটি।

এর ফলে উইন্ডোজ ১০-এর সাপোর্ট শেষ হওয়ার সময় যতই ঘনিয়ে আসছে, ততই দুশ্চিন্তা বাড়ছে ব্যবহারকারীদের। এদিকে নতুন এক ঘোষণায় মাইক্রোসফট জানিয়েছে, আগামী ১৪ অক্টোবর উইন্ডোজ ১০-এর জন্য মাইক্রোসফটের আনুষ্ঠানিক সহায়তা (সাপোর্ট) শেষ হচ্ছে। এরপর সাধারণ নিরাপত্তা আপডেট আর পাওয়া যাবে না।

তবে যারা আরও কিছুদিন উইন্ডোজ ১০ ব্যবহার করতে চান, তাদের জন্য চালু হচ্ছে ইএক্সটেন্ডেড সিকিউরিটি আপডেটস (ইএসইউ) সুবিধা। আপডেটটি ২০২৬ সালের ১৩ অক্টোবর পর্যন্ত পাওয়া যাবে। ব্যবহারকারীরা চাইলে অর্থের বিনিময়ে বা নির্দিষ্ট শর্ত মেনে বিনা মূল্যে ইএসইউ সুবিধা গ্রহণ করতে পারবেন।

মাইক্রোসফটের তথ্যমতে, উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে তিনটি পদ্ধতিতে ইএসইউ সুবিধা পাওয়া যাবে। এর মধ্যে একমাত্র বিনা মূল্যের পদ্ধতিটি হলো উইন্ডোজ ব্যাকআপ ফিচার চালু করে যন্ত্রের সেটিংস ও ফোল্ডার ক্লাউডে সংরক্ষণ করা। তবে এই ব্যাকআপের জন্য মাইক্রোসফটের ক্লাউড সেবা ওয়ানড্রাইভ ব্যবহার করতে হবে। ওয়ানড্রাইভে বিনা মূল্যে ৫ গিগাবাইট পর্যন্ত ডেটা সংরক্ষণের সুযোগ রয়েছে। তাই তথ্যের পরিমাণ বেশি হলে অতিরিক্ত জায়গা কিনতে হতে পারে।

বছরে ৩০ ডলার পরিশোধ করে বা মাইক্রোসফট রিওয়ার্ডস পয়েন্টের মাধ্যমেও ইএসইউ সুবিধা পাওয়া যাবে। এ ক্ষেত্রে ব্যবহারকারীদের অ্যাকাউন্টে কমপক্ষে এক হাজার পয়েন্ট থাকতে হবে। আগামী মাসে উইন্ডোজ ১০-এ যুক্ত করা হবে একটি নতুন ইএসইউ এনরোলমেন্ট উইজার্ড। এর মাধ্যমে ব্যবহারকারীরা তিনটি পদ্ধতির যেকোনো একটি বেছে নিতে পারবেন। পর্দায় নির্দেশনা অনুসরণ করলেই কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে ইএসইউতে যুক্ত হয়ে যাবে।

সূত্র : দ্য ভার্জ