
বিবিসির বিরুদ্ধে ‘ফিলিস্তিন বিরোধী বর্ণবাদের’ অভিযোগে তুলেছেন তাদের শতাধিক কর্মী। বুধবার আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ৩০০ জন গণমাধ্যম ব্যক্তিত্ব এবং বিবিসির ১০৭ জন কর্মী সংবাদমাধ্যমটির নেতৃত্বকে এ বিষয়ে একটি চিঠি লিখেছেন।
এতে ইসরাইলের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন সংবাদে বিবিসি ‘সেন্সরশিপ’ আরোপ করে বলে অভিযোগ আনা হয়েছে। সেইসঙ্গে ইসরাইল সরকার ও সেনাবাহিনীর জন্য জনসংযোগ করার অভিযোগও আনা হয়েছে ওই চিঠিতে।
তাদের চিঠিতে বিবিসির ‘গাজা: মেডিকস আন্ডার ফায়ার’ ডকুমেন্টরি প্রচার না করার সাম্প্রতিক সিদ্ধান্তের কথা উদৃতি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বিবিসির এই পদক্ষেপ এজেন্ডা ভিত্তিক সিদ্ধান্তের দীর্ঘ তালিকার একটি মাত্র।
বিবিসির কর্মীরা বলেন, গাজা বিষয়ে বিবিসির বেশিরভাগ প্রতিবেদন ফিলিস্তিন বিরোধী বর্ণবাদের মাধ্যমে সংজ্ঞায়িত করা হয়।
তাদের অভিযোগ, ‘২০২৩ সালের অক্টোবর থেকে দর্শকদের কাছে এটা ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে যে ইসরাইল-ফিলিস্তিন সম্পর্কে বিবিসির প্রতিবেদন আমাদের নিজস্ব সম্পাদকীয় মানদণ্ডের সঙ্গে খাপ খায় না। গাজা এবং পশ্চিম তীরে কী ঘটছে সে সম্পর্কে বিবিসির সংবাদ এবং দর্শকরা অন্যান্য উৎসের মাধ্যমে যা দেখতে পাচ্ছেন তার মধ্যে পার্থক্য রয়েছে।’
চিঠিতে তারা আরো বলেন, ‘আমরা এই সিদ্ধান্তে আসতে বাধ্য হয়েছি যে, দর্শকের চাহিদার পুরণের পরিবর্তে রাজনৈতিক এজেন্ডা বায়স্তবায়নে সিদ্ধান্ত নেওয়া হয়।’
বিবিসির কর্মীরা চিঠিতে বেনামে স্বাক্ষর করেছেন।