
চলতি বছরের প্রথম ৬ মাসে ৭৩৬ জন মেয়েশিশুসহ মোট ১ হাজার ৫৫৫ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ৩৪৫ শিশুসহ ৪৮১ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এ সময়ে ৬১ শিশুসহ হত্যাকাণ্ডের শিকার হয়েছে ৩২০ জন নারী।
বাংলাদেশ মহিলা পরিষদের নারী ও কন্যা নির্যাতন বিষয়ক প্রতিবেদন (জানুয়ারি–জুন)-এ তথ্য জানানো হয়েছে।
১ জুলাই গণমাধ্যমে এ প্রতিবেদন পাঠায় মহিলা পরিষদ। প্রতিবেদনে জুন মাসের নারী ও কন্যা নির্যাতনের তথ্য তুলে ধরা হয়। মহিলা পরিষদ কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৫টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রতিমাসে এই প্রতিবেদন তৈরি করা হয়।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাসে মেয়ে শিশুসহ ১ হাজার ৫৫৫ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন।
এদের মধ্যে ৩৪৫ শিশুসহ ৪৮১ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। ৬২ শিশুসহ দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১০৬ জন নারী। ১০ শিশুসহ ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১৭ জনকে। এছাড়া ৬১ শিশুসহ হত্যার শিকার হয়েছে ৩২০ জন নারী।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, শুধু জুন মাসে ৮৭ জন মেয়েশিশু এবং ১১৬ জন নারীসহ মোট ২০৩ জন নির্যাতনের শিকার হয়েছেন। এদের মধ্যে ৪৩ শিশুসহ ৬৫ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। তাদের মধ্যে ৫ শিশুসহ ৮ জন নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এবং ২ শিশুসহ ৩ জন নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়া ৭ শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে জুন মাসে।
শীর্ষনিউজ