Image description

রাজধানীতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মিরপুর-১০ এলাকায় মাল্টিমিডিয়া নির্বাচনী বাস উদ্বোধনের মাধ্যমে এ প্রচারণার সূচনা করেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে নির্বাচনী বাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যায়, সবুজ রঙের নির্বাচনী বাসটির গায়ে ডিজিটাল প্রিন্টে হিজাব পরিহিত ও নন-হিজাব নারী, পাশাপাশি হিন্দু, মুসলিম, খ্রিষ্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের ছবি স্থান পেয়েছে। বাসের নকশায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণ ও সহাবস্থানের বার্তা তুলে ধরা হয়েছে, যা জামায়াতের মতে ‘ধর্মীয় সম্প্রীতি ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ’-এর প্রতিফলন।

দলীয় সূত্র জানায়, মাল্টিমিডিয়া বাসটি আধুনিক অডিও-ভিজ্যুয়াল প্রযুক্তিতে সজ্জিত। এতে রয়েছে ডিজিটাল এলইডি স্ক্রিন, সাউন্ড সিস্টেম এবং ভিডিও প্রদর্শনের ব্যবস্থা। এই বাসের মাধ্যমে চলমান অবস্থায় দলীয় বার্তা, ইশতেহার, ভিডিও ও সচেতনতামূলক কনটেন্ট সাধারণ মানুষের কাছে উপস্থাপন করা হবে।

জামায়াতের প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বাসটি শুধুমাত্র প্রচারণা কাজে ব্যবহৃত হবে। এক্ষেত্রে কোনো নির্দিষ্ট নেতা নয়, বরং প্রচারণার সঙ্গে যুক্ত কর্মীরাও বাসটি ব্যবহার করতে পারবেন।

তিনি বলেন, আমাদের এই প্রচারণা বাসটির কার্যক্রম অন্য দলের ব্যবহৃত বাসের বিপরীত। আমাদের প্রচারণা কার্যক্রমে বৈচিত্র্য আনার জন্য অনেকদিন ধরে নানা পরিকল্পনা নেয়া হয়েছে। তার মধ্যে একটি হলো এই মাল্টিমিডিয়া প্রচারণা বাস।

বাসের কার্যক্রম বিষয়ে তিনি আরও বলেন, ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় গণভোটে হ্যাঁ ভোট এবং জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণার কাজে বাসটি ব্যবহার করা হবে। নির্দিষ্ট এই কাজের জন্য বাসটিকে নানা বৈশিষ্ট্যে বিশেষায়িত করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, বাসটির ভেতরে রয়েছে আধুনিক মাল্টিমিডিয়া সেটআপ, যার মাধ্যমে ভিডিও, অডিও ও ভিজ্যুয়াল বার্তা সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়া সম্ভব। বড় স্ক্রিন, উন্নত সাউন্ড সিস্টেম ও প্রয়োজনীয় প্রযুক্তিগত সরঞ্জাম থাকায় এটি একটি চলমান প্রচারণা প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে।