Image description

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পূর্বঘোষিত ৩১ জানুয়ারির নারী সমাবেশ স্থগিত করেছে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম গণমাধ্যামকে সমাবেশ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নারী নেতৃবৃন্দের বেশিরভাগ দায়িত্বশীলরা বিভিন্ন জেলায় নির্বাচনকেন্ত্রিক প্রচারণায় ব্যস্ত থাকায় সার্বিক বিবেচনায় শনিবারের সমাবেশ স্থগিত করা হয়েছে।

এর আগে মঙ্গলবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো ৩১ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা সমাবেশ করার ঘোষণা দিয়েছিলেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

ওইদিন সংবাদ সম্মেলনে তিনি বলেন, অন্য সব দলের চেয়ে জামায়াতে ইসলামীর নারী কর্মী বেশি। সারাদেশে আমাদের নারীরা অ্যাক্টিভ। ভোটও বেশি পাব। এজন্য আক্রমণ, ভীত করার চেষ্টা করছে। যারা নারী অধিকারের কথা বলেন, তারা এখন নারীদের ওপর আক্রমণ করছে। এছাড়া বিভিন্ন জায়গায় হাত, জিহ্বা কেটে ফেলার হুমকি দিচ্ছে। জোর করে ক্ষমতায় গেলে এবার আগের চেয়েও পরিণত খারাপ হবে।