Image description

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদ তাদের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সাবেক অস্ট্রেলিয়ান তারকা পেসার ও পাকিস্তান জাতীয় দলের সাবেক প্রধান কোচ জেসন গিলেস্পিকে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি ও জেসন গিলেস্পির মধ্যে দীর্ঘদিনের আলোচনার পর অবশেষে চুক্তি চূড়ান্ত হয়েছে। দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্বাক্ষরিত হয়েছে।

২০২৪ সালের এপ্রিলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জেসন গিলেস্পিকে পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়।

একই সময়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্বে ছিলেন গ্যারি কারস্টেন। তবে বোর্ডের সঙ্গে মতবিরোধ ও সম্পর্কের টানাপোড়েনের কারণে ২০২৪ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের আগে তিনি পদত্যাগ করেন।

 

পাকিস্তান ক্রিকেট অঙ্গনে আলোচিত সেই অধ্যায়ের পর এবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন গিলেস্পি। আগামী মার্চ থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগে নতুন দল হায়দরাবাদের ডাগআউটে দেখা যাবে এই অভিজ্ঞ কোচকে।