Image description
 

ক্রিকেটারদের সংগঠন বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) সবশেষ জানিয়েছে, বিসিবির পরিচালক নাজমুল ইসলাম প্রকাশ্যে ক্ষমা চাইলে এবং পরিচালকের পদ থেকে তাকে অপসারণের প্রক্রিয়া চলমান থাকলে আজ থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলবেন ক্রিকেটাররা।

এ নিয়ে কাল রাতে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেয় কোয়াব। সূত্র জানিয়েছে, নাজমুল প্রকাশ্যে ক্ষমা চাইতে রাজি নন। বিসিবির কাছে শুধু দুঃখ প্রকাশ করেছেন।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে কোয়াব জানায়, ‘বাংলাদেশ ক্রিকেটের চলমান জটিলতা নিয়ে আমাদের নিজেদের মধ্যে আলোচনা চলমান রয়েছে। আমরা ক্রিকেটাররা আলোচনা করে উপলব্ধি করতে পেরেছি, আমাদের নারী জাতীয় দল এখন বিশ্বকাপ বাছাই পর্বে খেলছে নেপালে। ছেলেদের জাতীয় দলের সামনে টি ২০ বিশ্বকাপ। অনূর্ধ্ব-১৯ দল এখন বিশ্বকাপে আছে। সব ধরনের খেলা বন্ধ করার প্রভাব এই দলগুলোর ওপর পড়তে পারে। বিপিএলকেও আমরা খুবই গুরুত্বপূর্ণ মনে করি। ক্রিকেটের বৃহত্তর স্বার্থে আমরা তাই আমাদের আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছি।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিসিবি পরিচালক নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। যেহেতু তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়াগত কারণে বিসিবি সময় চেয়েছে, সেই সময়টুকু আমরা দিতে চাই। আশা করব, সেই প্রক্রিয়া চলতে থাকবে। পাশাপাশি পরিচালক এম নাজমুল ইসলাম যেহেতু প্রকাশ্যে ক্রিকেটারদের নিয়ে অপমানজনক কথা বলেছেন, তিনি প্রকাশ্যেই ক্ষমা চাইবেন বলে আমরা আশা করি। বিসিবিকে আমরা জানিয়ে দিয়েছি, তিনি প্রকাশ্যে ক্ষমা চাইলে এবং তার পরিচালক পদ রদ করার প্রক্রিয়া চলমান থাকলে আমরা শুক্রবার থেকে খেলায় ফিরতে প্রস্তুত।’