বিপিএলকে ঘিরে চলমান অচলাবস্থার মধ্যে কোয়াব ঘোষিত সংবাদ সম্মেলনও নির্ধারিত সময়ে শুরু হয়নি। ম্যাচ বয়কট ও বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবিকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতির মধ্যেই বিলম্বিত হয় কোয়াবের প্রেস কনফারেন্স। এ নিয়ে গণমাধ্যমকর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন কোয়াব সদস্য শামসুর রহমান শুভ।
হোটেল শেরাটনে আয়োজিত সংবাদ সম্মেলনের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোয়াবের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। পরে সংক্ষিপ্তভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলে শামসুর রহমান শুভ জানান, কিছু অনিবার্য কারণে সংবাদ সম্মেলন শুরু করতে দেরি হচ্ছে। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, পরবর্তী সময় হিসেবে দুপুর আড়াইটায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এর আগে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে তার পদত্যাগের দাবিতে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় কোয়াব। নির্ধারিত সময়ে বিপিএলের দিনের প্রথম ম্যাচ শুরু না হওয়া, মাঠে দর্শকের ক্ষোভ, ‘ভুয়া ভুয়া’ স্লোগান এবং স্টেডিয়াম এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান—সব মিলিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
এমন প্রেক্ষাপটে কোয়াবের সংবাদ সম্মেলনের দিকেই এখন তাকিয়ে আছে ক্রিকেটাঙ্গন। দুপুর আড়াইটায় অনুষ্ঠিতব্য এই প্রেস কনফারেন্সে পরবর্তী কর্মসূচি ও অবস্থান স্পষ্ট করার কথা রয়েছে ক্রিকেটারদের সংগঠনটির।