আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা নিয়ে সরকারের অবস্থান এবার আরও পরিষ্কারভাবে জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তাঁর বক্তব্যে স্পষ্ট ভারতের কোনো ভেন্যুতেই খেলতে যাচ্ছে না বাংলাদেশ দল।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি সরকারের এই সিদ্ধান্তের কথা জানান। ভারতে ম্যাচ আয়োজন নিয়ে চলমান আলোচনা ও টানাপোড়েনের মধ্যেই সরকারের পক্ষ থেকে এটিই সর্বশেষ ও সবচেয়ে স্পষ্ট বক্তব্য বলে মনে করা হচ্ছে।
ভারতে গিয়ে বিশ্বকাপ ম্যাচ খেলার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা দ্ব্যর্থহীন ভাষায় বলেন, বাংলাদেশ ওই ভেন্যুতে খেলবে না। তাঁর বক্তব্যে কোনো ধরনের শর্ত বা ‘যদি-কিন্তু’র জায়গা রাখা হয়নি।
ভারতের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কের প্রসঙ্গ উঠলে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও প্রয়োজন হলে নিজেদের অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরতে বাংলাদেশ পিছপা হবে না। তাঁর ভাষায়, বন্ধুত্ব মানেই সব বিষয়ে নীরব থাকা নয়; প্রয়োজনে ‘চোখে চোখ রেখে’ কথা বলা যায়।
তিনি আরও বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হলো সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা। ভারত বাংলাদেশের বৃহত্তম প্রতিবেশী এবং দুই দেশের সম্পর্ক সব সময় বন্ধুত্বপূর্ণ থাকবে এটাই সরকারের প্রত্যাশা।
সব মিলিয়ে, বিশ্বকাপ ইস্যুতে ভারতের ভেন্যুতে না খেলার বিষয়ে সরকারের অবস্থান যে চূড়ান্ত ও অনড়, রিজওয়ানা হাসানের বক্তব্যে সেটিই আবারও স্পষ্ট হলো।