আইপিএলের আসন্ন আসরে বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের। তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনার পর ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে নিরাপত্তা ইস্যুতে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
ভারত যদি আইপিএলে বাংলাদেশের একজন ক্রিকেটারকের নিরাপত্তা দিতে না পারে তাহলে ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ক্রিকেটার টিম অফিসিয়াল এবং ভক্ত সমর্থকদের কিভাবে নিরাপত্তা দিবে?
নিরাপত্তার কথা বিবেচনা করেই ভারত সফরে না যাওয়ার কথা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) লিখিত আকারে জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এ ব্যাপারে বিস্তারিত আলোচনার জন্য আজ বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ক্রীড়া উপদেষ্টার আসিফ নজরুলের সাথে বৈঠক করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
বৈঠক শেষে বিসিবি সভাপতি বলেন, আমরা তো ভেলিড রিজন নিয়ে কথা বলছি। একটা খেলোয়াড়কে যখন নিরাপত্তা দিতে অসুবিধা, এ কারণেই তো তাকে বাদ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে একটা দল, বাংলাদেশের একটা জনগোষ্ঠী তো বিরাট ব্যাপার।
শুধু ক্রিকেটাররাই নন, সাংবাদিক থেকে দর্শক সবার নিরাপত্তাই প্রাধান্য পাচ্ছে বোর্ডের কাছে, আপনারা শুনেছেন, আইসিসিকে বলেছিলাম আমাদের নিরাপত্তা কতটা জরুরী। আমাদের সুযোগ আছে খেলোয়াড়দের দেখার। কিন্তু এর বাইরে বড় জনগোষ্ঠী আছে। সাংবাদিক, স্পন্সর, ক্রীড়াপ্রেমী দর্শক। সব নিরাপত্তা তো বোর্ডের সম্ভব না, এজন্য সরকারের নির্দেশনা দিচ্ছি। যেকোনো বিদেশ সফরে যেতে আমাদের গভর্নমেন্ট অর্ডার লাগে। সেই অর্ডার জানতে এসেছিলাম। সেফটি ও সিকিউরিটি উন্নতি না হলে আমরা এই বিশ্বকাপে আমাদের অধিকারের জন্য লড়াই করে যাব।
বুলবুল আরও বলেন, আমরা যৌক্তিক বিষয় নিয়ে কথা বলছি। এতগুলো বিশ্বকাপ খেলেছি কখনও এ ধরনের কথা বলেছি। আমাদের কাছে মনে হয়েছে তাই স্ট্রংলি এটা উত্থাপন করেছি। আইসিসিকে বোঝাবো। আমাদের মন্ত্রী মহোদয় যেমনটা বলে গেলেন। আগেও সিকিউরিটি ইস্যুতে এ ধরনের ইভেন্ট হয়েছে। হাইব্রিড বিশ্বকাপের মূল কারণই নিরাপত্তা। আশা করি আমাদের কারণগুলো স্টাবলিশ করতে পারব।