Image description

খুব ভালো খেলতে খেলতে রংপুর রাইডার্সের কাছে এসে ধরা খেতে হলো চট্টগ্রাম রয়্যালসকে। অবশেষে আবারও কক্ষপতে ফিরে আসার রসদ পেয়ে গেলো চট্টগ্রামের ফ্রাঞ্চাইজিটি। সিলেট টাইটান্সের সামনে জয়ের জন্য ১৯৯ রানের বিশাল লক্ষ্য দাঁড় করিয়ে দিয়েছে শেখ মেহেদী হাসান হাসানরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে স্বাগতিক সিলেট টাইটান্স টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। টস হেরে ব্যাট করতে নেমে নাইম শেখ এবং অ্যাডাম রজিংটন। ৩৫ রানের জুটি গড়ার পর নাইম শেখ ১৫ বলে ১৮ রান করে আউট হয়ে গেলেও একপাশ আগলে রাখেন অ্যাডাম রজিংটন। মাহমুদুল হাসান জয়কে নিয়ে তিনি গড়েন ৬০ রানের জুটি।

হাসান নওয়াজ ২০ বরে ২৫ রানে এবং আসিফ আলি ১৩ রান করে আউট হন। ১৩ বরে ৩৩ রান করে অপরাজিত থাকেন শেখ মেহেদী হাসান। ৫ বলে ৬ রান করেন আমের জামাল।

 
 

সিলেট টাইটান্সের হয়ে মোহাম্মদ রুয়েল মিয়া ৩টি এবং মইন আলি ও আজমতউল্লাহ ওমরজাই নেন ১টি করে উইকেট।