ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়ায় ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) তীব্র সমালোচনা করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ । তিনি বলেন, ‘ক্রিকেটারের সঙ্গে নয়, বাংলাদেশ সরকারের সঙ্গে লড়াই করুন।’
মঙ্গলবার রাজধানী নয়াদিল্লিতে পার্লামেন্ট ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবদুল্লাহ বলেন, ‘খেলোয়াড়ের কী দোষ? তাকে সরিয়ে দিলে কি বাংলাদেশের পরিস্থিতির উন্নতি হবে?’
আবদুল্লাহ ভারত ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্কের কথা তুলে ধরে বলেন, ‘বাংলাদেশের জনগণ আমাদের কী ক্ষতি করেছে? বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো ছিল। বাংলাদেশ আমাদের দেশে সন্ত্রাসবাদ ছড়ায়নি।’
সম্প্রতি ভারতীয় টি-টোয়েন্টি সিরিজে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) নথিভুক্ত দল কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনে নিয়েছিল। পরে বিজেপি ও উগ্র হিন্দুত্ববাদীদের প্রতিবাদের মুখে মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই। এরপর বাংলাদেশ সরকার আইপিএল সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করে।
এর আগেও আবদুল্লাহ বিজেপির বিরুদ্ধে খেলাধুলায় ধর্মকে টেনে আনার অভিযোগ তুলেছিলেন। তিনি বলেন, ‘যখন সন্তোষ ট্রফির জন্য জম্মু ও কাশ্মীরের ফুটবল দলে বেশি মুসলিম খেলোয়াড় ছিল, তখন তাদের (বিজেপি) আপত্তি ছিল। কিন্তু যখন ক্রিকেট দলে কম মুসলিম থাকে, তখন তাদের কোনো সমস্যা হয় না। আমরা খেলাধুলাকে খেলা হিসেবে দেখি, কিন্তু তারা খেলায় ধর্ম দেখে।’
সূত্র: এনডিটিভি