Image description

বিপিএলের সর্বশেষ আসরে ফরচুন বরিশালকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। দুর্দান্ত পারফরম্যান্সের পরও এবারের বিপিএলের নিলামে প্রথম ডাকে তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেনি কোনো দল। এমন কাণ্ড রীতিমতো অবাক করেছে রিয়াদকেও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানান অভিজ্ঞ এই ক্রিকেটার।

সিলেট টাইটান্সের বিপক্ষে ম্যাচসেরা হয়ে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বললেন, ‘হ্যাঁ, আমি দেখছিলাম (নিলাম) এবং আই ওয়াজ রিয়েলি শকড। কারণ, শেষ দুই-তিন বছর যদি ক্রিকেট পারফরম্যান্স আর পরিসংখ্যান দেখেন, আমার মনে হয় অনেক জাতীয় দলের খেলোয়াড়ও আমার ধারেকাছে নেই। সেটা স্ট্রাইক রেট, অ্যাভারেজ বা রানের দিক থেকে।’

রংপুর ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘আমি সত্যিই ইশতিয়াক সাদেক ভাই এবং রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানাতে চাই। কারণ শুরুতে আমাকে কেউ নেয়নি, তারপর তারা আমাকে এই সুযোগটা দিয়েছে। আমিও বিপিএল খেলতে চেয়েছিলাম। এই সুযোগ পাওয়ার পর আমার ভেতরে একটা তাগাদা কাজ করছে– ফ্র্যাঞ্চাইজি ও টিম মালিকদের জন্য, কোচ আর অধিনায়কের জন্য নিজের সামর্থ্য প্রমাণ করার।’

গত বছর বিপিএলে ফরচুন বরিশালের হয়ে ১৪ ম্যাচের ৮টিতে ব্যাটিংয়ে নেমে ১৪৩.০৫ স্ট্রাইক রেটে ২০৬ রান করেন মাহমুদউল্লাহ। একই দলের হয়ে ২০২৪ সালে ১৩ ইনিংসে ১৩৪.৬৫ স্ট্রাইক রেটে ২৩৭ রান আসে তার ব্যাট থেকে।