Image description

তুরস্কে আইএসআইএসের সন্দেহভাজন ৮৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার দেশটির পূর্বাঞ্চলে সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী।

দক্ষিণ-পূর্ব প্রদেশ সানলিউরফায়, সামাজিকমাধ্যমে আইএসআইএসের প্রশংসা করে পোস্ট দেয়ার অভিযোগে আটজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পূর্বাঞ্চলীয় প্রদেশ আগ্রিতে, আইএসআইএসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশ। তল্লাশি চালিয়ে নিষিদ্ধ বই ও ডিজিটাল সরঞ্জাম জব্দ করেছে নিরাপত্তা বাহিনী। এছাড়া ৬৭ জনকে গ্রেপ্তার করে ইস্তাম্বুলের প্রধান পাবলিক প্রসিকিউটরের অফিস।

এদিকে, দেশের জন্য হুমকি বলে প্রমাণিত হওয়ায় আরো ৩২ জনকে প্রত্যাবাসন কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে। কর্তৃপক্ষ চক্রের একজন নেতাকে শনাক্ত করেছে, যিনি অবৈধ ক্লাস এবং সমর্থক নিয়োগের জন্য প্রচারণা চালান বলে অভিযোগ রয়েছে।

গত ২৯ ডিসেম্বর সন্ত্রাসী হামলায় তিন পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার পর সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করেছে তুরস্ক।

শীর্ষনিউজ