দেশের ক্রিকেট ইতিহাসে দ্রুততম প্রথম শ্রেণির ডাবল সেঞ্চুরি করলেন পাকিস্তানের ব্যাটার শান মাসুদ। তাতে সাবেক অধিনায়ক ইনজামাম উল হকের দীর্ঘদিনের রেকর্ড ভাঙলেন তিনি। ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগের এক কীর্তিও মাসুদের পেছনে পড়ে গেছে।
মাসুদ ভেঙে দিয়েছেন ইনজামামের ৩৩ বছরের পুরোনো রেকর্ড। প্রেসিডেন্টস কাপের খেলায় সোমবার মুখোমুখি হয় সুই নর্দার্ন গ্যাস বনাম সাহার অ্যাসোসিয়েটস। সেই ম্যাচেই নর্দার্ন গ্যাসের হয়ে ব্যাটিংয়ে এই রেকর্ড গড়েন মাসুদ।
১৯৯২ সালে ইংল্যান্ডে অক্সফোর্ড অ্যান্ড ক্যামব্রিজ ইউনিভার্সিটির বিপক্ষে এক ট্যুর ম্যাচে ১৮৮ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন পাকিস্তানের ইনজামাম। প্রথম শ্রেণিতে এতদিন কোনো পাকিস্তানি ব্যাটারের সেটাই ছিল দ্রুততম ডাবল সেঞ্চুরি। ১৭৭ বলে ডাবল সেঞ্চুরি করে প্রথম দিন শেষে ১৮৫ বলে ২১২ রানে অপরাজিত রয়েছেন মাসুদ।
আরেকটি রেকর্ডও ভেঙে গেছে এদিন। পাকিস্তানের মাটিতে দ্রুততম ডাবল সেঞ্চুরির কীর্তি ছিল শেবাগের দখলে। ২০০৬ সালে লাহোর টেস্টে তিনি ১৮২ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন। সেই রেকর্ডও ভেঙে দিয়েছেন। মানে পাকিস্তানের মাটিতেও দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিক এখন মাসুদ।