Image description

অস্ট্রেলিয়া প্রবাসী আরহাম ইসলাম প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে বাংলাদেশের বয়সভিত্তিক দলে সুযোগ পেয়েছিলেন। তিনি ২০২৪ সালের নভেম্বরে কম্বোডিয়ায় এএফসি অনূর্ধ্ব–১৭ টুর্নামেন্টে লাল-সবুজের জার্সিতে খেলেন। এরপর তাকে আর কোনো বয়সভিত্তিক দলে বিবেচনা করা হয়নি।

বাংলাদেশে ডাক না পাওয়া সেই আরহাম এবার সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়া অনূর্ধ্ব–২০ দলে। ডিসেম্বরে জাপানে অনুষ্ঠিতব্য এসবিএস কাপে অংশ নিতে ঘোষিত অস্ট্রেলিয়ার স্কোয়াডে জায়গা হয়েছে ১৭ বছর বয়সী এই ফুটবলারের। এসবিএস কাপে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২০ দল প্রথম ম্যাচ খেলবে ১৮ ডিসেম্বর স্পেনের বিপক্ষে। এরপর ২০ ডিসেম্বর স্বাগতিক জাপানের শিজুওকা প্রিফেকচারের দলের বিপক্ষে মাঠে নামবে। ২১ ডিসেম্বর জাপানের বিরুদ্ধেই শেষ ম্যাচ খেলবে তারা।

অস্ট্রেলিয়ার ক্লাব ওয়েস্টার্ন ইউনাইটেডের অনূর্ধ্ব-২৩ দলে নিয়মিত খেলেন আরহাম। কম্বোডিয়ায় ভালো পারফরম্যান্সের পরও গত এক বছরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বা অনূর্ধ্ব-২৩ দলের কোনো ক্যাম্প বা টুর্নামেন্টে ডাক পাননি তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের ক্ষোভও দেখা গেছে।