Image description

নারায়ণগঞ্জের চাষাড়ায় অভিজাত রেস্তোরাঁ সুগন্ধা প্লাসে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার অধিদপ্তর পচা-বাসি খাবার সংরক্ষণেরম অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করেছে। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে রেস্তোরাঁয় এ অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে কৃষি বিপণন অধিদপ্তরের বাজার কর্মকর্তা ও জেলা পুলিশের একটি দল অংশ নেয়।

চাষাড়ার বাসিন্দা রহমত আলী বলেন, ‘এ রেস্তোরাঁয় আমরা প্রায়ই পরিবার নিয়ে খেতে যেতাম।

এখন শুনে ভয় পাচ্ছি। অনেকদিন ধরেই সন্দেহ ছিল খাবারের গুণগত মান নিয়ে।’

কলেজছাত্রী সুমাইয়া আক্তার বলেন, ‘আমরা বন্ধুরা এখানে প্রায়ই টিকা-কাবাব খেতাম। কখনো ভাবিনি বাসি খাবার পরিবেশন করা হতে পারে।

নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক কালের কণ্ঠকে জানান, অভিযানকালে রেস্তোরাঁয় বাসি চিকেন গ্রিল, টিকা ও কাবাব সংরক্ষণ করে রাখার পাশাপাশি কয়েক দিনের পচা-বাসি খাবার ফ্রিজে সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। তাই প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।