প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিচ্ছে নোয়াখালী। আসন্ন ২৬ ডিসেম্বর শুরু হওয়া টুর্নামেন্টে দলটি খেলবে ‘নোয়াখালী এক্সপ্রেস’ নামে। বিপিএলের জন্য ইতোমধ্যে শক্তিশালী দল বানিয়েছে নোয়াখালী। টুর্নামেন্ট শুরুর তিন সপ্তাহ আগে ফ্র্যাঞ্চাইজি ঘোষণা করেছে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশকে।
প্রথমবার বিপিএলে আসা নোয়াখালীকে সবার কাছে পরিচিত করতেই নিজেদের এলাকার তুমুল জনপ্রিয় পলাশকে অ্যাম্বাসেডর বানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আগামী বিপিএলে ঢাকা, সিলেট কিংবা চট্টগ্রামে বিভিন্ন সময় মাঠে দেখা যেতে পারে তাকে। এমনকি বিভিন্ন প্রমোশনাল কাজেও যুক্ত থাকবেন ছোট পর্দার এ অভিনেতা।
প্রসঙ্গত, নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার কালিকাপুর গ্রামে জন্ম হলেও ঢাকার নাখালপাড়ায় পলাশের বেড়ে ওঠা। গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের জীবন শেষ করে কলেজে ভর্তি হন তিনি। ওই সময়ই সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন বর্তমানের জনপ্রিয় এই অভিনেতা।