কোপা বলিভিয়ার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের এক ম্যাচে ১৭ লাল কার্ডের ঘটনা ঘটেছে। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়রা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। কিল-ঘুষির ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে থাকা পুলিশ সদস্যরা টিয়ার গ্যাস নিক্ষেপ করতে বাধ্য হন।
ম্যাচটি বলিভিয়ার দল ব্লুমিং ও রেড অকুরোর মধ্যে অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে ম্যাচটি ২-২ গোলের সমতায় শেষ হয়। দুই লেগ মিলিয়ে ব্লুমিং ৪-৩ গোলে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে।
ব্লুমিংয়ের ৭ খেলোয়াড় লাল কার্ড দেখায় সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বীতা করা নিয়ে চিন্তায় পড়ে গেছে। বলিভিয়ার সংবাদ মাধ্যমের বরাত দিয়ে দি সান লিখেছে, ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়রা একে অপরের দিকে তেড়ে আসতে থাকে।
এক ম্যাচে দুই দলের ফুটবলার ও স্টাফসহ ১৭ জন লাল কার্ড দেখেছেন। ছবি: সংগৃহিত
এরপর খেলোয়াড় থেকে শুরু করে কোচিং স্টাফরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ব্লুমিং কোচ মাউরিসিও সোরিয়া দলের খেলোয়াড়দের শান্ত করে ড্রেসিংরুমে নিয়ে গেলে পরিস্থিতি শান্ত হয়।
ঘটনা শেষ বাঁশির সঙ্গে সঙ্গে হওয়ায় রেফারি একসঙ্গে দুই দলের ১৬ জনকে লাল কার্ড দেখান। এর মধ্যে ফুটবলার ১১জন। বাকি পাচজন দুই দলের কোচিং স্টাফ। লাল কার্ডের অন্য ঘটনাটি ঘটে ম্যাচ চলাকালীন, ৭৭ মিনিটে।