আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থিতা ঘোষণা করার পর থেকেই জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। প্রচারণার অংশ হিসেবে এবার রাজধানীতে ভ্যান র্যালি করেছেন তিনি।
শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে ভ্যান র্যালি শুরু হয়। র্যালিটি পুরানা পল্টন মোড়, কদম ফোয়ারা, শিক্ষা ভবন মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর ও রাজু ভাস্কর্য হয়ে বিকেল ৪টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে পৌঁছায়।
শরিফ ওসমান হাদি তার বক্তব্যে বলেন, যদি এমপি হইতে পারি ইনশাল্লাহ বাকি ২৯৯ জন এমপির ‘জান’ বের করে ফেলব। যারা যিনি চাদাবাজি করে, দখল করে প্রত্যেকের নাম সংসদে দাঁড়াইয়া বিসমিল্লাহ বইলা দেব। সকল হেভিওয়েট, কম হেভিওয়েট, পাতি মাস্তান, গরম মাস্তান সবাইকে আমরা জানিয়ে দিতে চাই বাংলার জমিনে আর কেউ আওয়ামী লীগ হতে পারবে না। কেউ যদি মাফিয়াতন্ত্রের আওয়ামী লীগ হতে চায়, আমরা আবার জুলাই হয়ে নেমে আসব।
তিনি আরো বলেন, বন্ধুরা, আজকে যে লিফলেটটি আপনাদের হাতে এসেছে, এটি আমার ব্যক্তিগত অর্থে তৈরি করা নয়। শহীদ পরিবারের সদস্যরা আমাদের ডিজাইন সংগ্রহ করে নিজেরাই এটি ছাপিয়ে আমাদের হাতে তুলে দিয়েছেন।
ওসমান হাদি বলেন, অনেকে জানতে চান—তফসিল ঘোষণা হলে আমরা কী করব। আমরা ইতোমধ্যে পাড়া-মহল্লায় গিয়ে আপনাদের কাছ থেকে ইশতেহারের প্রস্তাব সংগ্রহ করছি। প্রতিদিন বোর্ড নিয়ে গেলে জনতা সেখানে নিজেদের চাহিদা লিখে দিচ্ছেন। আপনাদের প্রতিটি লেখা আমরা আমাদের রিসার্চ টিমের কাছে দিয়েছি। তারা সেগুলো গুছিয়ে জনদাবির ভিত্তিতে সমাধানের খসড়া তৈরি করছে। ইনশাল্লাহ, আমরা আবারও ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে সেই সমাধানগুলো আপনাদের সামনে তুলে ধরব। আমাদের পডকাস্টেও বিষয়গুলো ব্যাখ্যা করার চেষ্টা করব।
তিনি বলেন, ঢাকা-৮ নিয়ে মানুষের মধ্যে কেন এত আগ্রহ এর একটি কারণ হলো, রাজধানীতে যে অনিয়ম, চাঁদাবাজি বা দখলদারিত্ব হয়, তার অনেকটাই এই গুরুত্বপূর্ণ এলাকাকে কেন্দ্র করে ঘটে। কারণ এখানে সচিবালয়, সুপ্রিম কোর্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বহু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অবস্থিত। আমি যদি ইনশাল্লাহ এমপি হতে পারি, তবে সবার আগে ন্যায়, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করব। কেউ যাতে অনিয়ম, চাঁদাবাজি বা মাফিয়াতন্ত্রের মাধ্যমে জনগণের ক্ষতি করতে না পারে, সেই ব্যবস্থাই গড়ে তুলব। অনেকে বলেন, সিস্টেমের ভেতরে থেকে সিস্টেম পরিবর্তন করা সম্ভব নয়। আমি বলতে চাই, সিস্টেম ভাঙা আমার উদ্দেশ্য নয়; বরং সিস্টেমকে স্বচ্ছ, কার্যকর ও ন্যায়ভিত্তিক করা এটাই হবে আমাদের লক্ষ্য। আমরা দেশের অন্য ২৯৯ আসনের প্রতিনিধিদের সঙ্গেও ন্যায় ও শুদ্ধতার ভিত্তিতে সমন্বয় করে কাজ করতে চাই, যাতে জনগণের ম্যান্ডেটই সর্বোচ্চ শক্তি হয়ে দাঁড়ায়। যদি এমপি হইতে পারি ইনশাল্লাহ বাকি ২৯৯ জন এমপির ‘জান’ বের করে ফেলব।
প্রচারণায় প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেয়। প্রচারণার অংশ হিসেবে জাতীয় জাদুঘরের সামনে আজ সন্ধ্যায় ‘কনসার্ট ফর ঢাকা ৮’ আয়োজন করা হয়েছে।