বরিশালের কীর্তনখোলা নদীতে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ চোরাই কয়লা উদ্ধার হয়েছে। জব্দ করা হয়েছে পাচারকাজে ব্যবহৃত একটি লাইটার জাহাজও। এ ঘটনায় ১২ জনকে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে কোস্ট গার্ড স্টেশন বরিশালের একটি দল চরমোনাই আনন্দঘাটসংলগ্ন কীর্তনখোলা নদীতে অভিযান চালায়। এ সময় সন্দেহজনক লাইটার ভেসেল ‘এমভি সাফায়েত উল্লাহ হক-৪’ তল্লাশি করে ১ হাজার ১০০ মেট্রিক টন চোরাই কয়লা উদ্ধার করা হয়। এর বাজারমূল্য প্রায় ১ কোটি ১০ লাখ টাকা। সঙ্গে আটক করা হয় জাহাজে থাকা ১২ জন চোরাকারবারিকে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, মোংলার হিরণ পয়েন্টে অবস্থানরত একটি বিদেশি জাহাজ থেকে ২৪ নভেম্বর অবৈধভাবে কয়লা সংগ্রহ করা হয়েছিল। পরে সেগুলো পাচারের উদ্দেশ্যে নদীপথে সরিয়ে নেওয়া হচ্ছিল।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘জব্দ করা কয়লা, লাইটার ভেসেল এবং আটক ব্যক্তিদের বরিশাল কোতোয়ালি থানায় আইনগত ব্যবস্থার জন্য হস্তান্তর করা হয়েছে।’
উদ্ধারকৃত কয়লা পরবর্তী প্রক্রিয়ার জন্য কাস্টমস হাউসে এবং জাহাজটি নৌ পুলিশে হস্তান্তর করা হয়েছে।