জাতীয় দলে সাবেক হয়ে যাওয়া তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান দেশের মানুষের জন্য দোয়া চাইলেন।
আজ সোমবার (২৪ নভেম্বর) নিজের ফেসবুক পেজ থেকে একটি ছবি পোস্ট করেছেন সাকিব। নিজের ছবিটির ক্যাপশনে লিখেছেন, ‘আল্লাহ যেন বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে নিরাপদে রাখেন।’
গত শুক্রবার ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পন অনুভূত হয়। যার উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলায়। সেদিনের ভূমিকম্পে সারা দেশে প্রাণ হারান অন্তত ১০ জন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সব জায়গায়। এরপর শনিবার সন্ধ্যা ছয়টার কিছু সময় পর এক সেকেন্ডের ব্যবধানে দুইবার ভূমিকম্প হয়।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জানিয়েছে, দেশে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হলে রাজধানীর সাড়ে ৮ লাখ ভবন ধসে পড়বে। মারা যেতে পারে রাজধানী বসবাস রত প্রায় ২ লাখ মানুষ।
ভূকম্পে আতঙ্কিত হয়ে পড়া দেশের মানুষের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন জাতীয় দলেরসাবেক অধিনায়ক সাকিব আল হাসান।
সাকিব বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। আবুধাবি টি-টেন লিগে রয়েল চ্যাম্পসের হয়ে খেলছেন তিনি। আসরের শুরু থেকেই স্কোয়াডের সঙ্গে থাকলেও নিজেদের প্রথম তিন ম্যাচে একাদশে সুযোগ পাননি।
তবে দলের সর্বশেষ ম্যাচে আজমান টাইটান্সের বিপক্ষে সাকিবকে নিয়ে মাঠে নামে রয়েল। সেখানে ব্যাট করার সুযোগ পাননি সাকিব। আর বল হাতেও খুব একটা ভালো করতে পারেননি। তাতে হেরেছে তার দলও।
এখনো পর্যন্ত ৪ ম্যাচে খেলে সবকটিতে হেরেছে সাকিবের দল। নামের পাশে কোনো পয়েন্ট না থাকায় টেবিলের তলানিতে আছে তারা।