Image description

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের ফুটবল অঙ্গনে হঠাৎ যেন ঝড় উঠে গেছে। লস ব্ল্যাঙ্কোস সমর্থকদের হৃদয়ে কাঁপন ধরিয়ে সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে—ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তিনি রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করবেন না। আর পুরো নাটকের কেন্দ্রবিন্দুতে আছেন এক ব্যক্তিই— জাবি আলোনসো।

বিশ্বস্ত সাংবাদিক মারিও কর্তেগানা দাবি করেছেন, ভিনিসিয়ুস ব্যক্তিগতভাবে সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে জানিয়েছেন—ক্লাব যদি বর্তমান অনিশ্চয়তা ও তার-আলোনসোর টানাপোড়েন সমাধান করতে না পারে, তবে তিনি ২০২৭ সালের পর রিয়ালে থাকতে চান না।

গতকাল এলচের বিপক্ষে ম্যাচেও বেঞ্চে শুরু করেন ভিনিসিয়ুস। মাঠের বাইরের উত্তেজনা এবার স্পষ্ট হয়ে মাঠের ভেতরেও প্রভাব ফেলছে—এটাই মাদ্রিদভিত্তিক বিভিন্ন সূত্রের ধারণা।

রিয়াল মাদ্রিদ টানা তিন ম্যাচে জয়শূন্য, যার প্রভাব পড়েছে ড্রেসিং রুমেও। ক্লাবের ভেতরে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে—ভিনি–আলোনসো মতবিরোধ কি এতটাই গভীর যে তাতে ক্লাবের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হতে পারে?

২০২৭ পর্যন্ত ভিনিসিয়ুসের বর্তমান চুক্তি থাকলেও, তার নবায়ন নিয়ে আলোচনা ছিল রিয়ালের অগ্রাধিকারের তালিকায়। এখন তা রীতিমতো সংকটে।

ক্লাবের সামনে তিনটি কঠিন বাস্তবতা

১. আলোনসোর প্রতি আস্থা ধরে রাখবে, নাকি ড্রেসিংরুমের শান্তি ফেরাতে কোচের ভবিষ্যৎ নিয়ে ভাববে?

২. ভিনিসিয়ুসের অবস্থান বদলাতে পারে এমন সমাধান খুঁজবে?

৩. নাকি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে তারকা উইঙ্গারকে বিক্রির কঠিন সিদ্ধান্ত নিতে হবে?

সব দৃষ্টি এখন রিয়াল মাদ্রিদের সিদ্ধান্তে

সমর্থকদের মনে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—ভিনিসিয়ুস কি সত্যিই রিয়াল ছাড়বেন? নাকি পরিস্থিতি ঘুরিয়ে দিতে পারবে ক্লাব?

বিশ্ব ফুটবলের এই দ্বন্দ্ব এখন রিয়ালের মৌসুমই নয়, আগামী বহু বছরের পরিকল্পনাকেও নড়বড়ে করে দিতে পারে।