Image description

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের বিরুদ্ধে আরও জোরালো ও ঐক্যবদ্ধ কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গাজায় চলমান পরিস্থিতি মোকাবিলায় বিশ্ব যদি দৃঢ় ও ধারাবাহিক নিষেধাজ্ঞা প্রয়োগে করে, তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে থামানো সম্ভব।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপে প্রেসিডেন্ট এরদোয়ান জানান, গাজায় মানবিক সহায়তার নির্বিঘ্ন প্রবেশের পাশাপাশি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি বাস্তবায়ন এখন অত্যন্ত জরুরি।

এরদোয়ান বলেন, ইসরায়েলের সব ধরনের উসকানির পরও হামাস ধৈর্য ধরে যুদ্ধবিরতি মেনে চলছে। এই যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর হওয়া আবশ্যক।

এরদোয়ান বলেন, তুরস্কের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়লে আঙ্কারা অতীতের মতোই দৃঢ় পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। আমাদের নিরাপত্তা নিয়ে আপসের কোনো সুযোগ নেই।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে এরদোয়ান জানান, ইস্তাম্বুলে পূর্বের মতো শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক আবারও মধ্যস্থতার ভূমিকা পালন করতে প্রস্তুত। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২৮ দফা শান্তি প্রস্তাব সম্পর্কে বলেন, প্রস্তাবটি যদি দুই পক্ষের বৈধ প্রত্যাশা পূরণ করে, তবে সমঝোতায় পৌঁছানো সম্ভব। 

সূত্র: টিআরটি